• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভারতের অ্যাপলের প্রথম স্টোর উদ্বোধন করলেন টিম কুক

প্রকাশিত: ১৬:৩৫, ১৮ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
ভারতের অ্যাপলের প্রথম স্টোর উদ্বোধন করলেন টিম কুক

বুধবার (১৮ এপ্রিল) সকালে ভারতের মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে প্রযুক্তিপণ্য অ্যাপল ব্র্যান্ডের প্রথম স্টোর উদ্বোধন করা হয়েছে। অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক সেন্টারটির উদ্বোধন করেন।  

মুব্বাই ছাড়াও দিল্লিতে চলতি মাসে আরো একটি রিটেইলি স্টোর খুলবে অ্যাপল। মুম্বাইয়ের স্টোর থেকে গ্রাহকরা অ্যাপলের এক্সক্লুসিভ পণ্য কিনতে পারবেন। এছাড়া ডিভাইসের ব্যবহার এবং প্রোডাক্ট সম্পর্কিত তথ্য খোঁজ নিতে পারবেন। ডিভাইসের সমস্যায় গ্রাহকদের সাহায্য করবেন স্টোরের কর্মচারীরা।

টিম কুক বলেন, ভারতে প্রথম স্টোর খুলতে পেরে আমরা আনন্দিত। অ্যাপল বলছে, ভারতের স্টোর দুটো স্থানীয় চিন্তাধারা অনুসারে ডিজাইন করা হয়েছে। পুরো স্টোরটি সম্পূর্ণ কার্বন ফ্রি, ১০০ শতাংশ রিনিউবেল এনার্জি দ্বারা পরিচালিত হবে। 

বিভি/ এসআই

মন্তব্য করুন: