• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রোবোটিক নিডলের সাহায্যে নারীর শরীরে শুক্রাণু, জন্ম নিলো দুই শিশু

প্রকাশিত: ২০:১২, ২৮ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
রোবোটিক নিডলের সাহায্যে নারীর শরীরে শুক্রাণু, জন্ম নিলো দুই শিশু

ছবি: এএফপি (প্রতীকি)

বিজ্ঞানীরা বিশেষ এক ধরনের রোবোটিক নিডল বানিয়েছেন যার মাধ্যমে নারীর শরীরে শুক্রাণু প্রবেশ করিয়ে গর্ভধারণ এবং জন্মগ্রহণ করানো সম্ভব হয়েছে। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে,  বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) বলছে, স্পেনের বার্সেলোনার একদল প্রকৌশলী এ রোবোটিক নিডল বানিয়েছেন। এটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নিউ হোপ ফার্টিলিটি সেন্টারে এক নারীর গর্ভাশয়ে শুক্রাণু প্রবেশ করানো হয়। পরে তিনি গর্ভধারণ করেন। এরপর ওই মা জন্ম দিয়েছেন দুটি মেয়েশিশু। দুই শিশুই সুস্থ আছে।

এমআইটি টেকনোলজি রিভিউতে রোবোটিক নিডল ব্যবহার করে গর্ভধারণের পর সন্তানের জন্ম দেওয়া ঘটনা বিশ্বে এটাই প্রথম বলে উল্লেখ করা হয়েছে। 

নিবন্ধে আরও বলা হয়েছে, এই কাজে প্রকৌশলীদের তেমন অভিজ্ঞতা ছিল না। এ ক্ষেত্রে তাঁরা সনির প্লে–স্টেশন ৫-এর কন্ট্রোলার ব্যবহার করেছেন। ক্যামেরায় দেখে তাঁরা সুচারুভাবে ওই নারীর শরীরে শুক্রাণু প্রবেশ করাতে সফল হন। পরবর্তী সময়  ওই নারীর গর্ভে দুটি ভ্রূণ জন্ম নেয়, বেড়ে ওঠে। জন্ম নেয় সুস্থ-সবল দুটি মেয়েশিশু।

বিশেষজ্ঞরা বলছেন, সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাওয়া এই অর্জন আধুনিক পদ্ধতির ইন-ভিট্রো ফার্টিলাইজেশনের (আইভিএফ) খরচ অনেকটা কমিয়ে আনতে সক্ষম হবে। রোবোটিক নিডলটি তৈরি করেছে ওভারচার লাইফ নামের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বলেছে, ডিভাইসটি আইভিএফ পদ্ধতির খরচ কমানোর পাশাপাশি এ পদ্ধতিকে স্বয়ংক্রিয় করার পথে এক ধাপ এগিয়ে নেবে।

বর্তমানে প্রতিবছর আইভিএফ পদ্ধতিতে বিশ্বে প্রায় ৫ লাখ শিশুর জন্ম হয়। তবে এ পদ্ধতি বেশ জটিল, দীর্ঘ, শ্রম নিবিড় ও ব্যয়বহুল। প্রয়োজন হয় প্রশিক্ষিত ভ্রূণ বিশেষজ্ঞের।

ওভারচার লাইফের প্রধান প্রজননবিদ সান্তিয়াগো মুনে বলেন, বোরোটিক নিডলের এ প্রযুক্তি একদিন প্রজনন সেবাকেন্দ্রের (ফার্টিলিটি ক্লিনিক) প্রয়োজনীয়তা দূর করে দেবে। 

সুত্র: এনডিটিভি, প্রথম আলো 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2