• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ক্রিপ্টো পেমেন্ট প্রোগ্রাম আনছে মাস্টারকার্ড 

প্রকাশিত: ২১:৪০, ২৮ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
ক্রিপ্টো পেমেন্ট প্রোগ্রাম আনছে মাস্টারকার্ড 

ছবি: সংগৃহীত

মাস্টারকার্ডে আসছে ক্রিপ্টো পেমেন্ট ব্যবস্থা। কোম্পানিটি ইতিমধ্যে ক্রিপ্টোকারেন্সি পরিবর্তনকারী প্রতিষ্ঠান বাইন্যান্স, নেক্সো এবং জিমিনি’র সাথে সমন্বিতভাবে কিছু দেশে পেনেট্রেশন সম্পন্ন করেছে। মাস্টার কার্ডের ক্রিপ্টো এবং ব্লক চেইন হেড রাজ ধামুধারন রয়টার্সকে এক সাক্ষাৎকারে জানান, বিশ্বব্যাপী আমাদের অসংখ্য অংশীজন রয়েছে যারা ক্রিপ্টো পেমেন্টে আগ্রহী। 

তিনি বলেন, মাস্টারকার্ড ক্রিপ্টোকারেন্সি প্রোগ্রাম বৃদ্ধি করতে আরো বেশি ক্রিপ্টো ফার্মের সাথে পার্টনারশিপ প্রোগ্রাম চালাবে। “সম্পূর্ণ নিরাপদ ভাবে ক্রিপ্টোতে প্রবেশ করা আমাদের একটি মূল্যবান প্রস্তাবনা” যোগ করেন তিনি। 

ব্যাংকগুলো তাদের ক্রিপ্টো গ্রাহকদের নিয়ে বেশি চিন্তিত কারন গত বছর অনেক ক্রিপ্টো হ্যাকিং এর ঘটনা ঘটেছে বিশেষ করে ক্রিপ্টো এটিএম এফটিএক্স হ্যাকের ঘটনার পর। এরই মধ্য যুক্তরাষ্ট্রে রেগুলেটর কমিশন বারবারই বলছে ক্রিপ্টোকারেন্সির জন্য বাজারে প্রচলিত কমপ্লায়েন্স যথেষ্ট নয়।

গত মার্চে যুক্তরাষ্ট্রের কমোডিটি ফিউচারস ট্রেডিং কমিশন অবৈধ ভাবে ক্রিপ্টো বিনিময়ের কারনে বাইনেন্স এর বিরুদ্ধে মামলা করে। সেসময় বাইন্যান্সের সিইও চ্যাংপেং ঝাও বলেন, আরোপিত কমপ্লেইনটি “ইনকমপ্লিট রিসাইটেশন অব ফ্যাক্ট”

মাস্টার কার্ডের ক্রিপ্টো এবং ব্লক চেইন হেড রাজ ধামুধারন বাইন্যান্স এর বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, যেকোন কার্ড প্রোগ্রাম যথোপযুক্ত নিরাপত্তা নিশ্চিত করেই চালু করা হয় এবং তা নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। 

রাজ ধামুধারনকে প্রশ্ন করা হয়, মাস্টারকার্ড কি ডলার ক্রিপ্টোতে পরিবর্তনের ক্ষেত্রে কোন বাঁধা ধরা নিয়ম আরোপ করবে কি না? এমন প্রশ্নের উত্তরে ধামুধারণ বলেন, “আমরা এখানে বিজয়ী নিরুপণ করতে আসিনি”, আমরা এখানে কোন ট্রানজেকশন হওয়া উচিত বা উচিত নয় তা নিরুপণ করব না”। 

তিনি বলেন, মাস্টারকার্ড নেটওয়ার্কের ব্যবহারকারীরা পরিপূর্ণ কমপ্লায়েন্স চেক এর মধ্য দিয়ে যায়। “মাস্টারকার্ড ক্রিপ্টো অ্যানালাইটিকস প্রযুক্তিতে” প্রচুর বিনিয়োগ করেছে”- যোগ করেন তিনি। 


 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2