• NEWS PORTAL

  • বুধবার, ০৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কৃত্রিম বুদ্ধিমত্তার ছড়া-ছড়িতে ভয়ে ধর্মঘটের ডাক হলিউডে 

প্রকাশিত: ১৬:২৫, ৫ মে ২০২৩

ফন্ট সাইজ
কৃত্রিম বুদ্ধিমত্তার ছড়া-ছড়িতে ভয়ে ধর্মঘটের ডাক হলিউডে 

ছবি: সংগৃহীত

এআই বা কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার কমাতে ধর্মঘটের ডাক দিয়েছেন হলিউডের চিত্রনাট্যকাররা। সিবিসি নিউজ জানিয়েছে, চলতি সপ্তাহে রাইটার্স গিল্ড অব আমেরিকার (ডব্লিউজিএ) ১১ হাজার সদস্য ধর্মঘটে নেমেছেন। 

সিবিসি নিউজ বলছে, চিত্রনাট্যকারদের দাবি, কৃত্তিম বুদ্ধিমত্তা বিশেষ করে চ্যাট জিপিটির কারনে তাদের আয় হ্রাস পাচ্ছে, যা ভবিষ্যতে আরো বড় প্রভাব ফেলবে। সেজন্য রাইটার্স গিল্ড অব আমেরিকা (ডব্লিউজিএ) এআই, চ্যাটজিপিটি-এর ব্যবহার নিয়ন্ত্রণ করার দাবি তুলেছে।স্টুডিওগুলো তাদের খরচ কমাতে চাইছে। ফিল্ম ও টিভি সিরিজের লেখকদের সম্মানি কমাতে পারে। এসব বন্ধ করার জন্য রাইটার্স গিল্ড অব আমেরিকা এআই-এর  ব্যবহারে প্রায় নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে।

আমেরিকান চলচ্চিত্র ইতিহাসের একাধিক বইয়ের লেখক মার্ক হ্যারিস এবং প্রশংসিত নাট্যকার, রাইটার্স গিল্ড অব আমেরিকার সদস্য টনি কুশনারের স্বামী বলেন, ‘স্টুডিওগুলো মেশিনের মাধ্যমে একদিনে কিছু করিয়ে নিতে পারে। এজন্য চিত্রনাট্যকারদের ভয় পাওয়াটা যুক্তিসঙ্গত।’

রাইটার্স গিল্ড অব আমেরিকা জানিয়েছে, অ্যালায়েন্স অব মোশন পিকচার, টেলিভিশন প্রডিউসার্স (এএমপিটিপি) এবং আটটি প্রধান স্টুডিওর প্রতিনিধি দল চিত্রনাট্যকারদের দাবি প্রত্যাখান করেছে। তবে প্রযুক্তির অগ্রগতি নিয়ে আলোচনার জন্য বৈঠকের প্রস্তাব দিয়েছে।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2