আইপি টিভি, ইউটিউবে সংবাদ প্রচার: শিগগিরই ব্যবস্থা জানালেন মন্ত্রী

যেসব আইপি টিভি ও ইউটিউব চ্যানেল নীতিমালা লঙ্ঘন করে সংবাদ প্রচার করছে তাদের বিরুদ্ধে শিগগিরিই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ।
মঙ্গলবার (১৩ জুন) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস বইয়ের মোড়ক উন্মোচন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্য মন্ত্রী বলেন, নীতিমালা থাকলেও অনেকে তা মানছেন না। কৌশলে সংবাদ প্রচার করছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। ইউটিউব, আইপিটিভিতে সংবাদ প্রচার নিয়মবর্হিভূত।
তিনি বলেন, কিছু আইপি টিভি, বেশিরভাগই অনিবন্ধিত এবং কিছু ইউটিউব চ্যানেল কৌশল অবলম্বন করে সংবাদ প্রচার করছে।
বিভি/ এসআই
মন্তব্য করুন: