• NEWS PORTAL

  • শনিবার, ২৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভারতের ঐতিহাসিক চন্দ্র জয়: সফলভাবে চাঁদে অবতরণ করেছে চন্দ্রযান-৩

প্রকাশিত: ১৮:৩৫, ২৩ আগস্ট ২০২৩

আপডেট: ১৯:৪৬, ২৩ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
ভারতের ঐতিহাসিক চন্দ্র জয়: সফলভাবে চাঁদে অবতরণ করেছে চন্দ্রযান-৩

দীর্ঘ প্রতীক্ষার পর চন্দ্র জয়ের ঐতিহাসিক নাম লেখালো ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৩ মিনিটে চাঁদের মাটিতে নেমেছে ভারতের চন্দ্রযান-৩। বুধবার (২৩ আগস্ট) ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, সফলভাবে চন্দ্রযান-৩ চাঁদের বুকে অবতরণ করেছে।

এর আগে বাংলাদেশ সময় আজ বুধবার বিকেল ৫.২০ মিনিট থেকে ল্যান্ডিং অপারেশনের সরাসরি সম্প্রচার শুরু হয়। এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে এমনটাই লিখেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ইসরো’র অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে সরাসরি সম্প্রচার করা হয় চাঁদে অবতরণের ঐতিহাসিক সেই সময়ের দৃশ্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি এই অবতরণ অনুষ্ঠানে যোগ দেন।  

চন্দ্রযান-৩ এর ল্যান্ডার মডিউলের দুইটি অংশ। ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। বর্তমানে ডিবুস্টিং করে সঠিক অবতরণের স্থান নির্বাচনের কাজ করে ল্যান্ডার। ইসরো জানিয়েছে, সোমবার চন্দ্রযান-৩-এর ল্যান্ডার মডিউল এবং চন্দ্রযান-২-এর অরবিটারের (২০১৯ সালে ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযান) মধ্যে একটি দ্বিমুখী যোগাযোগ স্থাপন করা হয়েছে। 'স্বাগত, বন্ধু!'- এভাবেই চন্দ্রযান-২-এর অরবিটার চন্দ্রযান-৩-এর ল্যান্ডিং মডিউলকে স্বাগত জানায়। ফলে মিশন কন্ট্রোলের কাছে এখন ল্যান্ডিং মডিউলের সঙ্গে যোগাযোগ স্থাপনের একাধিক মাধ্যম রয়েছে।

চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে কোনও দেশই মহাকাশযান পাঠাতে পারেনি। ফলে বুধবারের পরীক্ষায় ইসরো সফল হয়ে ইতিহাস তৈরি করলো ভারত। এই যাত্রায় সফল হওয়ায় চাঁদের মাটিতে নেমে আমেরিকা, রাশিয়া এবং চিনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসাবে নজির গড়লো ভারত।

আগের বার মন ভেঙেছিল ভারতীয়দের। চন্দ্রযান-২-এর ল্যান্ডার সফলভাবে চন্দ্র পৃষ্ঠ স্পর্শ করতে পারেনি। ২.১ কিলোমিটারের কাছাকাছি উচ্চতায় এসে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ২০১৯ সালের সেপ্টেম্বরের সেই রাত এখনও অনেকের স্মৃতিতে অটুট। এবারেও তাই ল্যান্ডিং নিয়ে বাড়তি উৎকণ্ঠা সকলের। সতর্ক ইসরোর বিজ্ঞানীরাও। সোমবার এএনআই-কে ইসরোর এক সিনিয়র বিজ্ঞানী বলেন, 'যদি কোনও কারণ পরিস্থিতি প্রতিকূল বলে মনে হয়, সেক্ষেত্রে অবতরণ পিছিয়ে ২৭ অগাস্ট করে দেওয়া হবে।'

বিভি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2