• NEWS PORTAL

  • শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এবার গাজা সিটি দখলের অনুমোদন দিলো ইসরাইলের মন্ত্রিসভা

প্রকাশিত: ১৬:৩২, ২২ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
এবার গাজা সিটি দখলের অনুমোদন দিলো ইসরাইলের মন্ত্রিসভা

ছবি: ইসরাইলি মন্ত্রীসভা

গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় শহর গাজা সিটি সম্পূর্ণ দখলের অভিযানে অনুমোদন দিয়েছে ইসরাইলের মন্ত্রিসভা। এমন অবস্থায় সব জিম্মি মুক্তির শর্তে যুদ্ধবিরতির নতুন মধ্যস্থতা শুরুর ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

এদিকে, খোদ ইসরাইলের গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে বর্বরতার ভয়ঙ্কর এক চিত্র। যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্তে হামাস রাজি হওয়ার পর নতুন জটিলতা তৈরির চেষ্টায় নেমেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী।

গাজা সীমান্ত লাগোয়া ইসরাইলের দক্ষিণাঞ্চলে সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠকে নেতানিয়াহু নতুন শর্ত দিয়েছেন। তিনি  বলেছেন, যুদ্ধবিরতি চাইলে ছাড়তে হবে সব জিম্মিকে। এবিষয়ে মধ্যস্থতা শুরুর আভাসও দিয়েছেন। জিম্মি ৫০ জনের মধ্যে ২৮ জনকে হস্তান্তরের শর্তে রাজি হয়ে ৬০ দিনের যুদ্ধবিরতিতে হামাস রাজি হওয়ার চারদিনের মাথায় এই ঘোষণা এলো। যুদ্ধবিরতির নতুন মধ্যস্থতার বার্তা দিলেও গাজা সিটি সম্পূর্ণ দখলে নিতে বৃহস্পতিবার ইসরাইলের সামরিক বাহিনীকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসরাইলের মন্ত্রিসভা। যদিও, মঙ্গলবার থেকে গাজা সিটিতে হামলার তীব্রতা বাড়িয়েছে দখলদার সেনারা।

এদিকে, ফাঁস হওয়া ইসরাইলি গোয়ান্দা প্রতিবেদনে দেখা গেছে গাজায় বর্বর হামলায় হত্যার শিকার ফিলিস্তিনিদের মধ্যে ৮৩ শতাংশই নিরস্ত্র বেসামরিক ফিলিস্তিনি। ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মে মাস পর্যন্ত ১৯ মাসে হামাসের অন্তত আট হাজার নয়শ' যোদ্ধাকে হত্যা করা হয়েছে। যা ওই সময়ের ভেতরে নিহত ৫৩ হাজার ফিলিস্তিনির মধ্যে ১৭ শতাংশ।

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2