• NEWS PORTAL

  • শনিবার, ২৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘বাংলাদেশিদের বিতাড়নের কাজ হাসিনাকে দিয়েই শুরু করুন’

প্রকাশিত: ১৬:০৮, ২২ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
‘বাংলাদেশিদের বিতাড়নের কাজ হাসিনাকে দিয়েই শুরু করুন’

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন হায়দরাবাদের সাংসদ এবং এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার যদি ভারত থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায়, তাহলে তাদের পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েই সে কাজ শুরু করা উচিত।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এক অনুষ্ঠানে ওয়াইসি এসব বলেন। 

আন্দোলনের জেরে গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ভারতে চলে যান শেখ হাসিনা এবং সেই থেকে ওই দেশেই আছেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের অনুষ্ঠানে নরেন্দ্র মোদির সরকারের উদ্দেশে ওয়াইসি প্রশ্ন রাখেন, 
কেন আমরা হাসিনাকে এ দেশে আশ্রয় দিয়েছি? তিনিও তো একজন বাংলাদেশি!

এআইএমআইএম নেতা অভিযোগ করেন, মালদা ও মুর্শিদাবাদের দরিদ্র বাংলাভাষী ভারতীয়দের বিভিন্ন রাজ্য থেকে জোর করে ধরে এনে বাংলাদেশ সীমান্তবর্তী ‘নো ম্যানস ল্যান্ড’-এ ছেড়ে দিয়ে আসা হচ্ছে। মোদি সরকারের ‘বাং‌লাদেশি বিতাড়নের নীতি’ নিয়ে প্রশ্ন তুলতে গিয়েই হাসিনা-প্রসঙ্গের অবতারণা করেন তিনি। 

প্রসঙ্গত, শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর তার বিরুদ্ধে গণহত্যাসহ একাধিক অভিযোগে মামলা হয়েছে। তাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে চিঠিও পাঠিয়েছে ঢাকা। তবে এখন পর্যন্ত এতে সাড়া দেয়নি ভারত। 
  
সূত্র: আনন্দবাজার

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2