• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

 লিবিয়ায় বরখাস্ত মেয়রের বাড়িতে আগুন দিয়েছে সাধারণ মানুষ

প্রকাশিত: ১৪:১৮, ১৯ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
 লিবিয়ায় বরখাস্ত মেয়রের বাড়িতে আগুন দিয়েছে সাধারণ মানুষ

ছবি: আজ টিভি

ভয়াবহ বন্যায় নিশ্চিহ্ন হওয়া লিবিয়ার পূর্বাঞ্চলীয় দেরনা শহরের বরখাস্ত মেয়রের বাড়িতে আগুন দিয়েছে সাধারণ মানুষ। জনতার অভিযোগ, স্থানীয় প্রশাসনের গাফিলতিতেই হাজার হাজার মৃত্যু। ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বন্যা আঘাত হানার এক সপ্তাহ পর সোমবার (১৮ সেপ্টেম্বর) শহরের বহিষ্কৃত মেয়র আব্দুল মেনাম আল-ঘাইতির বাড়ির সামনে জড়ো হয় বিক্ষুব্ধরা। স্লোগান দেয় গাফিলতিতে জড়িতদের বিচার দাবিতে। এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয় মেয়রের বাড়িতে।

এদিন, পূর্বাঞ্চলীয় স্বঘোষিত সরকার প্রধান আগুইলা সালেহর পদত্যাগ চেয়েও আন্দোলন হয়। বিখ্যাত সাহাবা মসজিদের সামনে জড়ো হয়ে একক ও কেন্দ্রীয় সরকারের অধীনে দেশ পরিচালনার দাবি জানায় আন্দোলনকারীরা।

এর আগে, স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ঘূর্ণিঝড় ও বন্যার সতর্কতা দিতে গাফিলতির অভিযোগ আনে জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা। অভিযোগ অস্বীকার করে বিবৃতি দেয় পূর্বাঞ্চলীয় সরকার।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়ার পূর্বাঞ্চল বেনগাজিভিত্তিক ও পশ্চিমাঞ্চল শাসন করছে ত্রিপোলিভিত্তিক আলাদা সরকার। দুই সরকারের বিরোধে বন্যা পরবর্তী মানবিক সঙ্কট আরো ভয়াবহ রূপ নেয়ার শঙ্কা দেখা দিয়েছে। সূত্র: আল আরাবিয়া

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2