• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কানাডায় শিখ নেতা হত্যার ইস্যুতে ভারত-কানাডার পাল্টাপাল্টি

প্রকাশিত: ১৭:০৭, ১৯ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
কানাডায় শিখ নেতা হত্যার ইস্যুতে ভারত-কানাডার পাল্টাপাল্টি

ছবি: ফাইল ফটো

কানাডায় খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং হত্যায় ভারতের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ ঘটনায় দেশটিতে নিযুক্ত ভারতীয় কূটনীতিক বহিষ্কারের জেরে এবার তলব করা হয়েছে নয়াদিল্লিতে নিযুক্ত কানাডার হাইকমিশনারকে।

স্থানীয় সময় সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে পার্লামেন্টে দেয়া বক্তব্যে শিখ-কানাডিয়ান নেতা নিহতে ভারত সরকারের এজেন্টদের সম্পৃক্ততা তদন্তের বিষয়টি সামনে আনেন প্রধানমন্ত্রী ট্রুডো। তিনি বলেন, কানাডার মাটিতে কানাডার কোন নাগরিক হত্যায় বিদেশি সরকারের সম্পৃক্ততা সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। হত্যাকাণ্ডে জড়িত এবং 'র'-এর এজেন্ট সন্দেহে পবন কুমার রায় নামে এক ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে বলে পার্লামেন্টকে নিশ্চিত করেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি।

গেল জুনে ভ্যাঙ্কুভারের এক গুরুদুয়ারার বাইরে দুই মুখোশধারীর গুলিতে নিহত হন হরদীপ সিং। ৪৫ বছর বয়সী এ শিখ নেতাকে বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি হিসেবে চিহ্নিত করেছিলো ভারত। যদিও হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লি।

এ ঘটনায় মঙ্গলবার কানাডার এক কূটনীতিককে পাঁচদিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয়ার পাশাপাশি হাইকমিশনার ক্যামেরন ম্যাকেইকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র: এপি, দ্য টাইমস্ অব ইন্ডিয়া

বিভি/এমআর

মন্তব্য করুন: