• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভারতীয় কূটনৈতিক মিশনগুলোর সামনে কানাডীয় শিখদের বিক্ষোভ

প্রকাশিত: ০৯:০৬, ২৬ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ভারতীয় কূটনৈতিক মিশনগুলোর সামনে কানাডীয় শিখদের বিক্ষোভ

ছবি: রয়টার্স

হারদ্বীপ সিং নিজ্জার হত্যার বিচার চেয়ে ভারতীয় কূটনৈতিক মিশনগুলোর সামনে সোমবার (২৫ সেপ্টেম্বর) বিক্ষোভ করেছে কানাডীয় শিখরা। ভারত সরকারকে দায়ী করে কানাডার পার্লামেন্টে প্রধানমন্ত্রী ট্রুডোর অভিযোগের এক সপ্তাহ পর, কানাডার বিভিন্ন শহরে ভারতীয় কূটনীতিক মিশনগুলোর সামনে বিক্ষোভ করলো শিখরা। কানাডায় বর্তমানে সাড়ে সাত লাখেরও বেশি শিখ বাস করেন।

এসময় তারা এ হত্যাকাণ্ডের বিচারের দাবির পাশাপাশি খালিস্তানের স্বাধীনতার দাবিও জানায়। তারা ভারতের পতাকায় আগুন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করে।

এদিকে ভারতের নয়াদিল্লীতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। খালিস্তানপন্থীরা কানাডায় ভারতের কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তার জন্যে হুমকি বলে দাবি করেছে নয়াদিল্লী। সূত্র: vWtfnA

বিভি/এমআর

মন্তব্য করুন: