• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এবার আরেক মামলায় ফেঁসে যাচ্ছেন ট্রাম্প

প্রকাশিত: ১৩:৩৩, ২৭ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
এবার আরেক মামলায় ফেঁসে যাচ্ছেন ট্রাম্প

ছবি: ফাইল ফটো

এবার জালিয়াতির আরেক মামলায় ফেঁসে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কে তার ব্যবসায় নিষেধাজ্ঞা দিয়ে ২৫ কোটি ডলার জরিমানার প্রস্তাব করেছেন অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, লোন পাওয়ার সুবিধার্থে ব্যাংক ও বিমায় সম্পত্তির দাম বাড়িয়ে দেখিয়েছেন তিনি। নিউ ইয়র্কের আদালত মামলটি আমলে নিয়ে আগামী সপ্তাহে শুনানি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত জানিয়েছে। আদালতের বিচারক জানিয়েছেন, ব্যবসার জন্য ট্রাম্প যে কাগজপত্র তৈরি করেছেন তাতে গণ্ডগোল আছে। সেখানে নিবন্ধিত এবং অনিবন্ধিত জমির মূল্য একই দেখানোর মতো বেশ কিছু অনৈতিক কাজ করা হয়েছে যা শুধু আরব্যরজনীর কাহিনীতে সম্ভব।

দোষী সাব্যস্ত হলে নিউ ইয়র্কে ব্যবসা করার অধিকার হারাতে পারেন ট্রাম্প। অবশ্য, দোষী সাব্যস্ত হলেও তিনি নির্বাচনে লড়তে পারবেন। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস ট্রাম্পের বিরুদ্ধে আলোচিত মামলাটি করেন ২০২২ সালে।

এদিকে, রিপাবলিকান প্রার্থী হিসেবে জনমত জরিপে ৫২ শতাংশ সমর্থন নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় ১০ পয়েন্ট এগিয়ে আছেন ট্রাম্প। সূত্র: বিবিসি, আল জাজিরা

বিভি/এমআর

মন্তব্য করুন: