ইমরান খানকে সেই কুখ্যাত কারাগার থেকে সরানো হয়েছে

ইমরান খান (ফাইল ছবি)
নানা নাটকীয়তার পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কুখ্যাত অ্যাটক থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে কঠোর নিরাপত্তায় ৭০ বছর বয়সী ইমরানকে আদিয়ালায় নেয়া হয়।
এসময় তার বহরে ছিলো ১৫টি পুলিশের গাড়ি, দু'টি সাজোয়া যান ও একটি অ্যাম্বুলেন্স। স্থানান্তরের সময় গাড়িতে ফুল ছিটানোর পাশাপাশি শ্লোগান দিতে থাকেন বহু ইমরান সমর্থককে।
ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশনা ও স্ত্রী-সহ দলীয় নেতাকর্মীদের দাবির মুখে পিটিআই চেয়ারম্যানকে উচ্চ নিরাপত্তার বি- ক্যাটাগরির ব্যারাকে স্থানান্তর করা হলো। একই ক্যাটাগরির কারাগারে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও।
এর আগে, তোশাখানা দুর্নীতি মামলায় গেল আগস্টে ইমরান খানের কারাদণ্ড হয়। পরে তা মওকুফ হলেও রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের আরেক মামলায় কারাদণ্ড বহাল রেখে তার রিমান্ডের মেয়াদ বাড়ানো হয়। এ অবস্থায় জনপ্রিয়তায় দেশটির যেকোন রাজনীতিবিদকে ছাড়িয়েছেন পিটিআই চেয়ারম্যান, দাবি খোদ মুসলিম লীগ নওয়াজ নেতা ও সাবেক মন্ত্রী মিফতাহ আব্বাসির। গেল জুলাইয়ে করা এক গোপন জনমতের ভিত্তিতে বুধবার তিনি এ তথ্য দেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: