হারদীপ হত্যা: কানাডার কাছে নয়াদিল্লির সম্পৃক্ততার প্রমাণ চেয়েছে ভারত

খালিস্তান আন্দোলনের নেতা হারদীপ সিং
খালিস্তান আন্দোলনের নেতা হারদীপ সিং হত্যাকাণ্ডে নয়াদিল্লির সম্পৃক্ততার বিষয়ে কানাডার কাছে প্রমাণ চেয়েছে ভারত। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের শেষ দিনে দেয়া ভাষণে এই প্রমাণ দাবি করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।
তিনি বলেন, হারদীপ হত্যায় কোন ভূমিকা নেই দিল্লির। এ বিষয়ে ট্রুডো প্রশাসন সুনির্দিষ্ট কোন তথ্য দিলে তা খতিয়ে দেখতে ভারত প্রস্তুত বলেও জানান জয়শঙ্কর। কানাডার মতো বিচার বহির্ভূত যেকোন হত্যা ভারতেরও নীতি নয় বলে জানান তিনি।
এর আগে, গত সপ্তাহে খালিস্তানপন্থী ওই নেতাকে হত্যার জন্য ভারতের গোয়েন্দা সংস্থা 'র' কে দায়ী করে আটোয়া। ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের সর্বনিম্ন এ অবস্থা যখন আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার বিষয়, ঠিক সে সময় বেফাস মন্তব্যের জেরে পদত্যাগে বাধ্য হলেন কানাডার স্পিকার অ্যান্থনি রোটা। না
ৎসি বাহিনীর হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া ইউক্রেনের এক নাগরিককে বীর আখ্যা দেয়ায় তোপের মুখে ক্ষমা চাইতে বাধ্য হন তিনি। তাতেও শেষ রক্ষা না হওয়ায় মঙ্গলবার পদত্যাগ করেন তিন বছর ৯ মাস নিম্নকক্ষ-হাউজ অব কমন্সের দায়িত্ব পালন করা রোটা।
বিভি/এজেড
মন্তব্য করুন: