• NEWS PORTAL

  • বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আর্থিক দুর্নীতির মামলায় নিউইয়র্ক আদালতে হাজিরা দিলেন ট্রাম্প

প্রকাশিত: ১২:৪৪, ৩ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
আর্থিক দুর্নীতির মামলায় নিউইয়র্ক আদালতে হাজিরা দিলেন ট্রাম্প

এবার আর্থিক দুর্নীতির মামলায় নিউইয়র্ক আদালতে হাজিরা দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, নিজ দলের আইনপ্রণেতার আনা প্রস্তাবে প্রতিনিধি পরিষদ স্পিকারের পদ হারানোর শঙ্কায় রিপাবলিকান দলীয় কেভিন ম্যাকার্থি।

সোমবার (২ অক্টোবর) প্রথম দিনের সাত ঘণ্টার শুনানিতে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন ট্রাম্প। এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে উল্টো নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলকে দুর্নীতিবাজ আখ্যা দেন সাবেক এই প্রেসিডেন্ট।

বছরের পর বছর জালিয়াতির মাধ্যমে সম্পদ বাড়ানোর অভিযোগে ট্রাম্প, তার দু' ছেলে ও পারিবারিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২০২২ সালে মামলাটি হয়।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল অফিসের আইনজীবী কেভিন ওয়ালেসের অভিযোগ, দুর্নীতির মাধ্যমে শত কোটি ডলারের বেশি সম্পদ অর্জন করেন ট্রাম্প।

এদিকে, কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার কেভিন ম্যাকার্থিকে পদচ্যুত করার প্রস্তাব তুলেছেন নিজ দল রিপাবলিকান পার্টির কট্টোর ডানপন্থী নেতা ম্যাট গেটজ। এর আগে, সরকারি সংস্থাকে অর্থায়নে ডেমোক্র্যাটদের সহায়তায় ৪৫ দিনের তহবিল পাস নিয়ে দ্বন্দ্ব শুরু হয় রিপাবলিকান কংগ্রেসম্যানদের মাঝে।

বিভি/রিসি

মন্তব্য করুন: