• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বরফ নদীতে সাঁতার কেটে শীতকে স্বাগত সাইবেরিয়ানদের

মস্তিষ্ক তৈরি করতে বরফ নদীতে সাঁতার  (ভিডিও)

রিমু সিদ্দিক

প্রকাশিত: ১৩:৩৮, ৪ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১৫:৪৪, ৪ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ

সাইবেরিয়ান শহর ওমস্কে বরফ নদীতে-সাঁতার কেটে মৌসুমের প্রথম শীতকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। কয়েক ডজন স্থানীয়, যারা নিজেদেরকে 'ওয়ালরাস' বলেন, তারা ইরটিশ নদীর তীরে জড়ো হয়ে একটি অপেশাদার প্রতিযোগিতায় অংশ নেন। নিজেদের সাহসী করার জন্য তারা কেবলমাত্র তিন ডিগ্রি সেলসিয়াস পানিতে সাঁতার কাটেন যেখানে বাতাসের তাপমাত্রা ছিলো শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

রাশিয়ান আইস সাঁতারু, দিমিত্রি জানান, ভালো লাগছে!  মস্তিষ্ক ঠান্ডা সহ্য করার জন্য তৈরি হচ্ছে। এছাড়া অবশ্যই খেলাধুলাকে ভালবাসতে হবে যা সাধারণভাবে ইতিবাচক মনোভাব তৈরি করবে।

অনেকে এই অভিজ্ঞতাকে জীবন-পরিবর্তনকারী হিসেবে বর্ণনা করেন। মনে করেন, আগত এই ঠান্ডার সঙ্গে লড়াই করতে গুচ্ছ গুচ্ছ গরম পোশাক পরাই এই শহরে জীবন অতিবাহিত করার প্রধান এবং একমাত্র চাবিকাঠি। শীতের সাথে সামঞ্জস্য করতে এখানে সবাই ‘বাঁধাকপির মতো পোশাক’ পরেন। এমন খেলা ইতিবাচক মনোভাব তৈরি করবে ফলে মস্তিষ্ক ঠান্ডা সহ্য করার জন্য তৈরি হবে বলে মনে করেন তারা। 

রাশিয়ান আইস সাঁতারু, মেরিনা জানান, পানিতে পরে খুব ভাল লাগছে, সত্যিই ভালো। যদিও ত্বক লাল হয়ে যায় তবে রক্ত সঞ্চালন উন্নত হয়, মস্তিষ্ক সহনশীল হয়, জীবন উন্নত হয়। ইতিমধ্যেই এটি আমার দ্বিতীয় বা তৃতীয় বছর সাঁতার কাটার, আমি খুবই সন্তুষ্ট।

স্থানীয় 'ওয়ালরাসেস' ক্লাবের সর্বকনিষ্ঠ সদস্য, ১৯ বছর বয়সী ভিক্টরও টানা পাঁচ মিনিট পানিতে থাকার তার ব্যক্তিগত রেকর্ড স্থাপন করে নতুন মৌসুম উদযাপন করেছেন।

রাশিয়ান আইস সাঁতারু, ভিক্টর জানান, "আমি বরফের গর্তে থাকছি, রেকর্ড ভাঙার চেষ্টা করছি। মৌসুম উদ্বোধনের সম্মানে, আমি পাঁচ মিনিট থাকার চেষ্টা করছি।

ভিক্টর আরো বলছিলেন "আমি ঠান্ডার প্রতি অনেক বেশি প্রতিরোধী হয়ে গেছি, আমার সাধারণত ঠান্ডা লাগছে না। ৫ মিনিট হতে আর কতো সময় বাকি আছে তাও জানতে চান আন্দ্রিউখ নামে এক জনের কাছে।

ওমস্কে ডিসেম্বরের গড় তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা নিয়ে অবশ্য কোনো অভিযোগ, অনুযোগ বা হতাশা নেই তাদের। রাস্তাঘাটে হামেশাই বরফ জমে থাকে। তার ওপর দিয়েই চলাফেরা করেন সবাই। শহর ঠান্ডায় জমে গেলেও এখানে জীবনপ্রবাহ থাকে সচল।


 

বিভি/রিসি

মন্তব্য করুন: