কপ-২৮
৫২৩ মিলিয়ন ডলারের তহবিল গঠনের ঘোষণা, পেতে পারে বাংলাদেশও

বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহায়তায় ৫২৩ মিলিয়ন মার্কিন ডলারের লস এন্ড ড্যামেজ তহবিল গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ পাঁচটি বড় দেশ। তহবিল ব্যাবস্থাপনার দায়িত্বে থাকবে বিশ্বব্যাংক। তবে এ তহবিল থেকে বাংলাদেশসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত দেশ শর্তহীনভাবে সহায়তা পাবে কিনা কিংবা কোন প্রক্রিয়ায় পাবে তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের এক্সপো টুয়েন্টি টুয়েন্টি ভেন্যুতে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৮। এতে অংশ নিয়েছে বাংলাদেশসহ বিশ্বের প্রায় দেড়শ'টি দেশ। প্রতিদিনই জলবায়ু সংক্রান্ত সেমিনার, সিম্পোজিয়ামসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এসব অনুষ্ঠানে সরব উপস্থিতি রয়েছে বাংলাদেশের। তুলে ধরা হচ্ছে বাংলাদেশের দাবিদাওয়াগুলো।
কথা বলেন প্রধানমন্ত্রীর জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আইনুন নিশাত।
বিশ্ব জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশও আছে। তাই বাংলাদেশ প্রতিনিধি দলকে অন্যান্য ক্ষতিগ্রস্ত দেশের সাথে মিলে জোরালোভাবে বক্তব্য উপস্থাপনের পরামর্শ বিশেষজ্ঞদের।
জলবায়ু তহবিলের অর্থ সহায়তা ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দেশগুলো পাবে বলেই প্রত্যাশা সবার।
বিভি/এজেড
মন্তব্য করুন: