শক্তিশালী হয়ে ভয়ঙ্কর রূপে অন্ধ্রপ্রদেশের দিকে ঘূর্ণিঝড় মিগজাউম

ছবি: হিন্দুস্তান টাইমস্
প্রতিনিয়তই শক্তিশালী হয়ে ভয়ঙ্কর রূপে ভারতের দক্ষিণাঞ্চলের অন্ধ্রপ্রদেশের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম। মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর নাগাদ ঘন্টায় একশো কিলোমিটার বেগে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে মিগজাউম।
ঘূর্ণিঝড়ের প্রভাবে এরইমধ্যে অন্ধ্রপ্রদেশ ও তার পার্শ্ববর্তী রাজ্য তামিলনাড়ু জুড়ে চলছে প্রবল বৃষ্টিপাত। এ দুটি রাজ্যে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থা। তামিলনাড়ুর চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম এবং চেঙ্গলপাট্টুসহ বিভিন্ন এলাকায় চলছে ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাত। প্রবল পানির নীচে তলিয়ে গেছে চেন্নাইয়ের বেশিরভাগ রাস্তাঘাট। বন্ধ করে দেয়া হয়েছে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সব শিক্ষা প্রতিষ্ঠান। এ দুটি রাজ্যের উপকূলীয় এলাকাগুলোতে ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। উপকূলীয় এলাকাগুলো থেকে হাজারো অধিবাসীকে সরিয়ে নেয়া হচ্ছে। চেন্নাইয়ের অধিবাসীদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাহত হচ্ছে বিমান ও ট্রেন চলাচল।
সোমবার (৪ ডিসেম্বর) সকালে দুই ঘন্টার জন্যে বন্ধ ছিলো চেন্নাই বিমানবন্দরে ফ্লাইট উঠানামা। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ভারতের পশ্চিমঙ্গের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। সূত্র: ইন্ডিয়া টুডে
বিভি/এমআর
মন্তব্য করুন: