• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যুদ্ধবিরতি শেষে গাজায় টানা পঞ্চম দিনের মতো ত্রিমুখী হামলা 

প্রকাশিত: ১২:৪০, ৫ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
যুদ্ধবিরতি শেষে গাজায় টানা পঞ্চম দিনের মতো ত্রিমুখী হামলা 

অস্থায়ী যুদ্ধবিরতি শেষে গাজায় টানা পঞ্চম দিনের মতো ত্রিমুখী হামলা জারি রেখেছে ইসরাইল। এরপরও যুক্তরাষ্ট্রের দাবি, গাজা অভিযানে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়ানোর অনুরোধ ইসরাইল মানছে না এমন সিদ্ধান্তে পৌঁছানোর সময় আসেনি এখনও।

সোমবার (৪ নভেম্বর) রাতে গাজায় সবচেয়ে নির্মম হামলার মুখে পড়ে খান ইউনিস এলাকা। মাত্র কয়েক ঘণ্টায় সেখানে অন্তত দুইশ'র বেশি অবস্থানে বিমান হামলার তথ্য নিশ্চিত করেছে ইসরাইলের সেনা সদর। আবাসিক ভবন, হাসপাতাল, আশ্রয়কেন্দ্রসহ কোন কিছুই বাদ পড়েনি। দক্ষিণ গাজার পাশাপাশি উত্তর গাজার যুদ্ধবিধ্বস্ত এলাকায়ও ট্যাংকসহ ভারি সামরিক যান নিয়ে হামলে পড়েছে ইসরাইলি বাহিনী। 

এদিকে, গাজার অপর প্রান্ত ফিলিস্তিনের পশ্চিম তীরেও তল্লাশি অভিযানের নামে দুইজনকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। অন্যদিকে গাজায় চিকিৎসা সরঞ্জামের মজুদ দু'টি সংরক্ষনাগারে হামলার আগাম নোটিশ দেয়ায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইসরাইলি বাহিনীকে অবিলম্বে পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছেন সংস্থার প্রধান তেদ্রোস আধানোম গেব্রিয়াসুস। এমন অবস্থায় ইসরাইল যে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়িয়ে অভিযান চালাচ্ছে না এমন বলা অবিচার হবে বলে মনে করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ইচ্ছাকৃতভাবে গাজার বেসামরিক জনগণকে লক্ষ্য করে হামলার অভিযোগ বিশ্বাস করার মতো যৌক্তিক প্রমাণ পাওয়া যায়নি বলেও দাবি করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

বিভি/রিসি

মন্তব্য করুন: