• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পশ্চিম তীরের ইসরায়েলিদের উপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৯:২৪, ৬ ডিসেম্বর ২০২৩

আপডেট: ০৯:৪০, ৬ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
পশ্চিম তীরের ইসরায়েলিদের উপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

ছবি: আল জাজিরা

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে হামলাকারী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ শুরু করেছে যুক্তরাষ্ট্র। পশ্চিম তীরে সহিংসতা নিয়ে ইসরায়েলকে কয়েক দফায় সতর্ক করার পর মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভিসা নিষেধাজ্ঞার এই ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এদিকে ফিলিস্তিনের গাজায় বর্বরতা আর হত্যাযজ্ঞের মিশন ইসরায়েল অব্যাহত রাখলেও খান ইউনিসে প্রতিরোধ গড়ে তুলেছে স্বাধীনতাকামী যোদ্ধারা।

দুই মাসের নৃশংস হামলায় গাজার অবকাঠামো মাটিতে গুড়িয়ে গেছে অনেক আগেই। এবার হামাসের রহস্যময় টানেল ধ্বংসের অজুহাতে গাজার মাটিও জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করার দানবীয় অভিযানে নেমেছে ইসরায়েল। নির্মমতায় সীমা ছাড়া অভিযানে যুক্তরাষ্ট্রের দেয়া 'টানেল ব্লাস্টারের' যথেচ্ছে ব্যবহার হচ্ছে গাজায়।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় বেসামরিক অবস্থান ছাড়াও বিমান হামলা হয়েছে গাজার আল-নুসেইরাত শরণার্থী শিবিরে। ধসে পড়া স্থাপনার নিচে চাপা পড়ে নারী-শিশুসহ আশ্রিত বহু ফিলিস্তিনি। দখলদার বাহিনী খান ইউনিসে তাণ্ডব চালালেও প্রতিরোধ গড়ে তুলছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস ও ইসলামিক জিহাদ যোদ্ধারা। প্রকাশ হয়েছে প্রতিরোধ যুদ্ধের নতুন ভিডিও। আর তুলনামূলক স্থিতিশীল ফিলিস্তিনের অন্য প্রান্ত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরেও মঙ্গলবার ঘন্টাব্যাপী অভিযানে অন্তত ১৮ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিলো, বসতিস্থাপনকারী ইসরায়েলিরা পশ্চিম তীরে হামলা চালালে ভিসা নিষেধাজ্ঞায় পড়বেন। ঝুঁকিতে পড়বে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেয়া ইসরায়েলিরা।

এদিকে, হামাসের বিরুদ্ধে বিশ্ব জনমত আদায়ে এবার যৌন নির্যাতনের অভিযোগ প্রতিষ্ঠায় তথ্যচিত্র তৈরি করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর দাবি, গত সাত অক্টোবর ঝটিকা হামলাকালে গণহারে যৌন নির্যাতন চালিয়েছে হামাস।

বিভি/এমআর

মন্তব্য করুন: