• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

প্রধানমন্ত্রিত্ব চান না বিলাওয়াল, নওয়াজকে সমর্থন 

প্রকাশিত: ২০:৩৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১০:১৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রিত্ব চান না বিলাওয়াল, নওয়াজকে সমর্থন 

ছবি: বিলাওয়াল ভুট্টো

নির্বাচনের পর পাকিস্তানে জোট আর সরকার গঠনের দোলাচলের মধ্যে এবার প্রধানমন্ত্রী পদে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রার্থীকে সমর্থনের কথা জানিয়েছেন বিলাওয়াল ভুট্টো। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ইসলামাবাদে পাকিস্তান পিপলস পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কেন্দ্রীয় সরকারে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারপারসন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। 

তিনি বলেন, আমাদের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে দেশকে সংকট থেকে বের করে আনা। আমাদের পাকিস্তানকে সমর্থন ও শক্তিশালী করতে হবে। বিলাওয়াল বলেন, পাকিস্তান পিপলস পার্টির সরকার গঠনের ম্যান্ডেট নেই, ম্যান্ডেটের অভাবে আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে পারবো না। তাই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আমি থাকছি না। 

সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পিপিপির সঙ্গে কথা না বলার ঘোষণা দিয়েছে। পিএমএল-এন সরকার গঠনের জন্য পিপিপির কাছে আবেদন করেছে, তাই পিপিপি ফেডারেল সরকারের অংশ হবে না।

তিনি আরও বলেন, আমরা রাজনৈতিক সংকট সৃষ্টি করবো না। নতুন নির্বাচন ও রাজনৈতিক সংকট এড়াতে সরকার গঠনে সহযোগিতা করবো। পিপিপি রাজনৈতিক অস্থিতিশীলতা চায় না, কোনো দল যদি সরকার গঠন করতে না পারে তাহলে নতুন নির্বাচন হবে।

বিলাওয়াল ভুট্টো বলেন, পিপিপি তার ইশতেহার অনুযায়ী চলবে। পিপিপি ফেডারেল মন্ত্রিসভায় মন্ত্রণালয় না নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। সূত্র: ডন, জিও নিউজ

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2