• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ট্রাম্পের আপিল প্রত্যাখ্যান, বিচারকার্যক্রম শুরুর ঘোষণা

প্রকাশিত: ২২:১১, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
ট্রাম্পের আপিল প্রত্যাখ্যান, বিচারকার্যক্রম শুরুর ঘোষণা

আপিল প্রত্যাখ্যান করে আগামী ২৫ মার্চ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফৌজদারি মামলার বিচারকার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। সাবেক কোন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে মামলার কার্যক্রমের ঘটনা এটিই প্রথম। 

বৃহস্পতিবার নিউইয়র্কের আদালতে বিচারপতি জুয়ান মার্চান ট্রাম্পের বিরুদ্ধে এই রায় দেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ায় ২৫ মার্চ থেকে শুনানি শুরুর সিদ্ধান্ত খুবই অসম্মানজনক। 

তিনি প্রশ্ন রাখেন, ম্যানহাটনের আদালতে বসে কীভাবে নির্বাচনের কাজ করা সম্ভব? ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়ে সম্পর্কের তথ্য ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলে নিতে আদালতে আবেদন করেছিলেন ট্রাম্প। 

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করে আসছেন মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। নির্বাচনে প্রার্থী হতে রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন ট্রাম্প।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2