• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ড্রোন হামলা

ইসরায়েলকে ইরানের কড়া হুঁশিয়ারি

প্রকাশিত: ১৯:০০, ১৯ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
ইসরায়েলকে ইরানের কড়া হুঁশিয়ারি

ছবি: জেনারেল আহমেদ

ড্রোন হামলার পর ইসরাইলকে কড়া হুঁশিয়ারি দিলো ইরান। তেহরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস বলেছে, ইরানের পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হলে তার পরিণতি হবে ভয়াবহ।

শুক্রবার (১৯ এপ্রিল) ইরানে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এরপরই এক বার্তায় আইআরজিসি টিমের প্রধান জেনারেল আহমেদ এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এমনকি ইসরায়েল পরমাণু স্থাপনায় হামলা চালালে, ইরান পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

এদিকে, ইরানে যে কোনো সময় ইসরাইল হামলা চালাতে পারে, এই বিষয়টি আগেই জানতে পারে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রশাসন ইসরাইলের হামলাকে সমর্থন দেয়নি। এছাড়া হামলার সাথে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলেও জানিয়েছে ওয়াশিংটন।

এর আগে ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে মিসাইল হামলা চালায় ইসরায়েল। প্রতিশোধ হিসেবে ইরান গেলো শনিবার রাতভর ইসরায়েলে শত শত ড্রোন ও মিসাইল হামলা চালায়। সূত্র: আল জাজিরা, টাইম্স অব ইসরায়েল

বিভি/এমআর

মন্তব্য করুন: