• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশগ্রহণ 

নিউ ইয়র্কে শতাধিক শিক্ষার্থী গ্রেফতার, বহিস্কার

প্রকাশিত: ১৯:২৪, ১৯ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
নিউ ইয়র্কে শতাধিক শিক্ষার্থী গ্রেফতার, বহিস্কার

ছবি: দ্য গার্ডিয়ান

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়ায় কলম্বিয়া ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়ায় গ্রেফতারদের মধ্যে ডেমোক্রেট দলের কংগ্রেস উওম্যান ইলহান ওমরের মেয়ে ইসরাও রয়েছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) কলম্বিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে উচ্ছেদ অভিযানে নামে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের লনে তাঁবু বসিয়ে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের জোর করে সরিয়ে দিয়ে বিক্ষুব্ধদের গ্রেফতার করা হয়। এধরনের বিক্ষোভে অংশ নেওয়াকে অপরাধ হিসেবে গণ্য করে বহিস্কার করা শিক্ষার্থীদের তালিকায় তার নামও রেখেছে কলম্বিয়া ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। 

কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের বাক স্বাধীনতার অধিকার থাকলেও বিশ্ববিদ্যালয়ের নীতি ও শিক্ষার পরিবেশ নষ্ট করার অধিকার নেই। 

পরে নিউ ইয়র্কের মেয়র এরিক এডামস সংবাদ সম্মেলনে জানান, বিশ্ববিদ্যালয়ের লনে তাঁবু বসিয়ে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ রয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। তিনি জানান, নিউ ইয়র্ক পুলিশের অভিযানে অন্তত ১০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান, আল জাজিরা

বিভি/এমআর

মন্তব্য করুন: