• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মোদির জোট ভাঙতে তৎপরতা চালাচ্ছে সিআইএ! (ভিডিও)

প্রকাশিত: ১৫:৫৫, ২৩ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ

মানবাধিকার এবং ভোটাধিকারসহ নানা ইস্যুতে শেখ হাসিনা সরকারের উপর অসন্তোষ ছিল মার্কিন প্রশাসনের। বাংলাদেশে সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্র জড়িত বলেও অভিযোগ রয়েছে হাসিনার। গত ১৫ বছরের শাসনমালে শেখ হাসিনাকে অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছে ভারত। আর এবার খবর আসলো সেই ভারত সরকারের পতনেরই কলকাঠি নাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

রাশিয়ার সংবাদমাধ্যম স্পুটনিক এক প্রতিবেদনে জানিয়েছে, গোপনে বাংলাদেশের মতো ভারতে সরকার পরিবর্তনের ছক কষছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনটিতে দাবি করা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বন্ধুত্বের আড়ালে মোদি সরকারকে উৎখাতের জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে। এ জন্য অন্ধ্র প্রদেশের ব্যাপটিস্ট চার্চ এবং বিরোধী নেতাদের সাথে যোগাযোগ করছে তারা।
 
আরো দাবি করা হয়, ক্ষমতাসীন বিজেপির রাজনৈতিক জোট এনডিএ ভাঙতে তৎপরতা চালাচ্ছে সিআইএ। এজন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে টার্গেট করেছে গোয়েন্দা সংস্থাটি। ধারনা করা হচ্ছে এক্ষেত্রে পাকিস্তানী মডেল অনুসরণ করতে পারে সিআইএ। এর আগে পাকিস্তানে বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইমরান খান। ভারতের বর্তমান মোদি সরকারও জোটের উপর নির্ভরশীল। জোট ভাঙলে সরকার টিকিয়ে রাখতে হুমকির মুখে পড়তে পারে নরেন্দ্র মোদি।

মার্কিনীদের মোদি বিরোধী গুঞ্জন আরও শক্ত হয় কিছু ছবি প্রকাশের মাধ্যমে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, দিল্লির মার্কিন কনসাল জেনারেল জেনিফার লারসেন আসাদউদ্দিন ওয়াইসির সঙ্গে দেখা করেছেন। মোদি বিরোধী অবস্থানের কারণে বরাবরই আলচোনায় থাকেন হায়দ্রাবাদ থেকে চারবার লোকসভার সদস্য নির্বাচিত হওয়া এই আসাদউদ্দিন ওয়াইসি। জানা গেছে, ওয়াইসি ছাড়াও ভারতের বিরোধী নেতাদের সঙ্গে দেখা ও আলোচনা করেছে সিআইএ। 

এর আগে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গেও দেখা করেছিলেন জেনিফার লারসেন। শুধু তাই নয়, তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গেও দেখা করেন। আর এসব সাক্ষাতকে বেশ সন্দেহের চোখে দেখছে রাশিয়া।  

বিভিন্ন সময় অভ্যুত্থান এমনকি সরকার পালটে দেওয়ার মত বড় ঘটনা ঘটিয়েছে সিআইএ। ইরানে অভ্যুত্থানের মাধ্যমে মোসাদ্দেক সরকারকে সরিয়ে আমেরিকান পাপেট রেজা শাহ পাহলবী কে বসানোর নীল নকশা সফলভাবে সম্পন্ন করেছিলো সিআইএ। যা ২০১৩ সালে প্রকাশ্যে স্বীকার করে সংস্থাটি। এছাড়া, আফগানিস্তান, ভিয়েতনাম, চিলি এমনকি রাশিয়াতেও সরকার পরিবর্তনে সরাসরি মদদ দেয়ার নজির দেখিয়েছে  সিআইএ। তাই বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনে  সিআইএর সম্পৃক্ততার গুঞ্জন মোটেও অমূলক নয়। তবে ভারতে বিরোধী দলগুলোর সাথে সমন্বয় করে মোদি সরকারের বিরুদ্ধে সিআইএ ও আমেরিকা কতদূর যেতে পারবে তা হয়ত সময়ই বলে দেবে।

বিভি/এমএফআর

মন্তব্য করুন: