• NEWS PORTAL

  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভারতের পতাকা নামিয়ে সাতরঙা পতাকা উড়াল মণিপুরের ছাত্ররা (ভিডিও)

প্রকাশিত: ১৯:১৫, ৯ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৯:২০, ৯ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ভারতের পতাকা নামিয়ে সাতরঙা পতাকা উড়াল মণিপুরের ছাত্ররা (ভিডিও)

ভারতের সেভেন সিস্টার্সের অন্যতম অঞ্চল মণিপুর রাজ্যের কয়েকদিন ধরেই চলছে বিক্ষোভ। সম্প্রতি বিভিন্ন সরকারি ভবনে হামলা চালিয়েছে শিক্ষার্থীরা। এমনকি কোথাও কোথাও ভারতের পতাকা নামিয়ে ফেলার ভিডিও ভাইরাল হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর)  সকালের দিকে মণিপুরের রাজভবন ও ডিসি কার্যালয়ে হামলা চালিয়ে ভারতের পতাকা নামিয়ে সাতরঙা পতাকা উড়ায় তারা।

সামাজিক মাধ্যম টুইটার ও ফেসবুকে ছড়িয়ে পড়েছে ওই ভিডিও। এছাড়াও এই ঘটনার নিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমও।

ইন্ডিয়া টুডে বলেছে, মণিপুরের শিক্ষার্থীরা সোমবার সেখানকার প্রধান প্রধান সরকারি ভবনে হামলা চালিয়েছে। শিক্ষার্থীদের এই বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবন ও থৈবালের জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালিয়েছে। 

 

এর আগে, রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবিতে রাজধানী ইম্ফলের রাস্তায় নেমে আসে হাজার হাজার শিক্ষার্থী। এ সময় তারা রাজ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকারি প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ ও মণিপুরে শান্তি ফেরাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি দাবি জানায়। 

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বাসভবনে হামলার চেষ্টা করেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছেন। পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মণিপুরের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরকারি অফিস থেকে একটি পতাকা নামিয়ে সেখানে নতুন করে আরেকটি পতাকা উড়ানোর ভিডিও ভাইরাল হয়েছে। ইস্টমোজোর প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীরা নতুন করে যে পতাকাটি উড়িয়েছেন সেটি কাঙ্গলিপাক বা সালাই ট্যারেট পতাকা বলে ধারণা করা হচ্ছে। মণিপুরের শিক্ষার্থীদের সরকারি অফিসে নতুন পতাকা উত্তোলনের এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: