আফগানিস্তানে নিরস্ত্র মানুষ হত্যায় জড়িত
অস্ট্রেলীয় সেনা অফিসারদের পদক প্রত্যাহারের ঘোষণা
ছবি: বিবিসি
আফগানিস্তানে বুঝেশুনে নিরস্ত্র মানুষ হত্যার মতো মানবতাবিরোধী অপরাধে জড়িত সেনা কর্মকর্তাদের স্বীকৃতি আর পদকগুলো প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস। বুধবার (১১ সেপ্টেম্বর) ব্রেরেটন কমিশনের তদন্ত প্রতিবেদন নিয়ে আলোচনার সময় প্রতিরক্ষামন্ত্রী মার্লেস একথা জানান।
পার্লামেন্টের অধিবেশনে মার্লেস বলেন, তদন্ত প্রতিবেদনে অস্ট্রেলিয়ার স্পেশাল ফোর্সের ২৫ জন সদস্যের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যার গুরুতর অভিযোগ প্রমাণ হয়েছে। অধীনস্থ সেনা সদস্যদের চাপ দিয়ে ঠাণ্ডা মাথায় খুন করতে বাধ্য করার তথ্যও তদন্তে উঠে এসেছে। এটি অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর ইতিহাসে চরম জঘন্য নজির বলে দাবি করেছেন মার্লেস।
মেজর জেনারেল পল ব্রেরেটনের নেতৃত্বাধীন কমিশনের চার বছরের তদন্ত শেষ হয় ২০২০ সালে। তথ্য-উপাত্তের ভিত্তিতে অন্তত ৩৯ জন নিরস্ত্র মানুষের হত্যায় অস্ট্রেলীয় সেনাদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।
অভিযুক্ত ২৫ জনের ১৯ জন এখনও সামরিক বাহিনীতে আছেন। তালেবান শাসনের ইতি টানতে ২০০১ সালে আফগানিস্তানে ন্যাটোর সামরিক অভিযানে সহযোগী হিসেবে যুক্ত ছিলো অস্ট্রেলিয়ার ৩৯ হাজার সেনা। সূত্র: বিবিসি, আল জাজিরা
বিভি/এমআর
মন্তব্য করুন: