ট্রাম্পের বিরুদ্ধে আবার যৌন নিপীড়নের অভিযোগ করলেন সাবেক মডেল

স্টেইসি উইলিয়ামস নামের এক নারী মডেল দাবি করেছেন ১৯৯৩ সালে তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌন হয়রানির শিকার হয়েছেন। এমনটাই উঠে এসেছে বার্তা সংস্থা ‘দ্য গার্ডিয়ানের’ প্রতিবেদনে। সাবেক এই মডেল জানান, নারী পাচারকারী ও যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইন নামের একজনের মাধ্যমে ট্রাম্পের সাথে তার পরিচয় হয়। ১৯৯৩ সালে ট্রাম্প টাওয়ারে স্টেইসিকে অযাচিতভাবে বিনা অনুমতিতে স্পর্শ করেন ট্রাম্প। স্টেইসির মতে, ওই ঘটনা ট্রাম্প ও এপস্টেইনের পরিকল্পিত ছিল।
১৯৯০ সালের দিকে স্টেইসি পেশাদার মডেল ছিলেন। এপস্টেইনের মাধ্যমে পরিচয়ের পর ১৯৯২ সালে এক ক্রিসমাস পার্টিতে ট্রাম্পের সাথে তার প্রথমবারের মতো দেখা হয়। স্টেইসি জানান, স্পষ্টভাবে ট্রাম্প ও এপস্টেইন ভালো বন্ধু ছিলেন। ১৯৯৩ সালের শীতকালের পর পর হাঁটতে বের হয়ে ট্রাম্প টাওয়ারে ট্রাম্পের সাথে দেখা করার কথা জানান এপস্টেইন। ট্রাম্প টাওয়ারে যাওয়ার পর যৌন নিপীড়নের শিকার হন স্টেইসি। তিনি আরও জানান, ওই মুহুর্তে ট্রাম্প ও এপস্টেইন একে অন্যকে দেখে হাসছিলেন।
১৯৯৩ সালের শেষের দিকে ট্রাম্প স্টেইসিকে পোষ্টকার্ড পাঠায় বলে ‘দ্য গার্ডিয়ানকে’ জানিয়েছেন সাবেক এই মডেল। সেখানে একটি খুদে বার্তাও লিখেছেন সাবেক প্রেসিডেন্ট। ৫৬ বছর বয়সী স্টেইসি তার অভিজ্ঞতার কথা এর আগে বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমের পোষ্টে লিখেছেন। সর্বশেষ ‘সারভাইভার্স ফর কমলা’ নামের এক গোষ্ঠীর কাছে ফোন কলে বিস্তারিত জানান।
ট্রাম্পের প্রচারশিবিরের পক্ষ থেকে এক বিবৃতিতে স্টেইসির এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ট্রাম্পের প্রচারশিবিরের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বিবৃতিতে বলেন, নির্বাচনের সপ্তাহ দুয়েক আগে এসে বারাক ওবামার এক সাবেক কর্মীর মাধ্যমে কমলা হ্যারিসের প্রচারে তোলা এমন অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে অনেক নারী যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন। এমি ডরিস নামের আরেক সাবেক মডেল ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন। এসব অভিযোগ নাকচ করে আসছেন ট্রাম্প। গত বছর কলাম লেখিকা জিন ক্যারোলকে ১৯৯৬ সালে যৌন নিপীড়নের অভিযোগে দোষী প্রমাণিত হন।
ট্রাম্পের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েছেন সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। শারীরিক সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে তাঁকে অর্থ দিয়েছিলেন ট্রাম্প। আর ব্যবসায়িক নথিতে এই অর্থ লেনদেনের বিষয়টি গোপন রাখায় জালিয়াতির অভিযোগে নিউইয়র্কের আদালতে মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প।
বিভি/এসজি
মন্তব্য করুন: