নেতানিয়াহুর নতুন চাল বুঝতে পারছে ইরান? (ভিডিও)
উত্তেজনায় ফুটছে মধ্যপ্রাচ্য। গাজা থেকে লেবানন, ইয়েমেন থেকে ইরান- সর্বত্রই জ্বলছে যুদ্ধের আগুন। তার মধ্যেই শনিবার ভোরে প্রতিশোধ নিতে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালালো ইসরাইল।
তবে ইরানের প্রতিরোধের জেরে মাত্র চার ঘণ্টার মধ্যেই নিজেদের প্রতিশোধমূলক হামলা শেষ করার ঘোষণা দেয় ইসরাইল। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের বেশিরভাগ ড্রোন-মিসাইল ভূপাতিত করেছে। হামলার পর সামজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও প্রকাশ পায়। যেখানে দেখা যায় ইসরাইলের যুদ্ধবিমান থেকে ছোড়া ‘লক্ষ্যবস্তুগুলো’ সফলভাবে গুলি করে ভূপাতিত করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এ ঘটনার পর সবাই ইরানের এমন প্রতিরক্ষা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করলেও সামরিক বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা।
সামরিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন,ইরানের প্রতিরোধ নয় বরং ইসরাইল ইচ্ছা করেই বড় আকারের কোন হামলা চালায় নি। আর এর পেছনে মোটা দাগে কয়েকোটি কারণও দেখিয়েছেন তারা। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য।
বিশেষজ্ঞদের মতে, ইরানের সঙ্গে যুদ্ধ চাইলেও বড় কোনো যুদ্ধের জন্য ইসরাইল প্রস্তুত নয়। গাজায় আগ্রাসনের পর ইসরাইলের মনযোগ এখন লেবাননের দিকে। লেবাননকেই এখন যুদ্ধের মূল ক্ষেত্র বানানোর দিকে নজর দিচ্ছেন নেতানিয়াহু। ফলে ইরানের সাথে বিবাদে জড়িয়ে নিজেদের শক্তি খোয়াতে চাইছে না ইসরাইল।
ইরানে ইসরাইলের এই হামলাকে মূলত পরীক্ষামূলক একটি হামলা মনে করছেন অনেক বিশেষজ্ঞ। এই হামলা দিয়ে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পরখ করে নিতে চেয়েছিলো ইসরাইল। এর থেকে প্রাপ্ত অভিজ্ঞতা দিয়ে ইরানে বড় আকারে হামলা চালানোর পরিকল্পনা সাজাতে পারবে তারা। এর আগে গাজায় গণহত্যা শুরুর ১১ মাস পর লেবাননে হামলা চালিয়াছিলো ইসরাইল। ফলে এই পুরো সময়ে হিজবুল্লাহ ও হামাস যোদ্ধাদের সামলাতে যথেষ্ট প্রস্তুতি নিয়ে ফেলে ইসরাইলি বাহিনী।
ইসরাইলের পরম বন্ধু রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষণ ঘনিয়ে এসেছে। নির্বাচিত নতুন সরকারের সাথে বোঝাপড়ার আগে হয়ত বড় কোন যুদ্ধের দিকে আগাতে চাইবেন না নেতানিয়াহু। তবে সময় সুযোগ বুঝে পূর্ণ প্রস্তুতি নিয়ে ইরানে আবারও হামলা চালাতে পারে ইসরাইল। ফলে ভবিষ্যতে শত্রুপক্ষের রক্তচক্ষু সামাল দিয়ে যুদ্ধবাজ নেতানিয়াহুর পরিকল্পনাকে কতটুকু টেক্কা দিতে পারে ইরান সেটিই এখন দেখার বিষয়।
বিভি/এমএফআর
মন্তব্য করুন: