বাশার আল-আসাদের পতনে স্বস্তি জানালো যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ
ছবি: সংগৃহীত
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করার বিষয়টি সিরীয় জনগণের জন্য নিজেদের ভবিষ্যত নির্ধারণের একটি সুযোগ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান ব্রেনডান বয়েল।
সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেন, ‘গত দশক ধরে কংগ্রেসে ‘ফ্রি সিরিয়া’ আন্দোলনের পক্ষে অবিচলিতভাবে কাজ করার পর, তিনি অত্যন্ত আনন্দিত যে, সেই নৃশংস শাসক পতিত হয়েছে।’
দীর্ঘ সময় ধরে সিরিয়ার শাসনে থাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে শিয়া বিরোধী গোষ্ঠী—হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর। যদিও, এইচটিএস’কে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে থাকে যুক্তরাষ্ট্র।
বিভি/আইজে
মন্তব্য করুন: