• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বড়দিনেও থেমে নেই ইউক্রেনে রাশিয়ার হামলা

প্রকাশিত: ১১:৩৮, ২৬ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
বড়দিনেও থেমে নেই ইউক্রেনে রাশিয়ার হামলা

বড়দিনে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলিতে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, পুতিন ইচ্ছা করে বড়দিনে এই ক্ষেপণাস্ত্র হামলা করেছেন।

একাধিক জায়গায় অনেকগুলি বিদ্যুৎকেন্দ্রে এই হামলা হয়েছে। বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিস্ক্রিয় করা হয়েছে। কিন্তু কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত করেছে। তারপর বিদ্যুৎসংকট দেখা দিয়েছে।

ইউক্রেনের কর্মকর্তারা বুধবার (২৫ ডিসেম্বর) বলেছেন, রাশিয়া ক্রুজ ও ব্যালেস্টিক মিসাইল হামলা করেছে।

প্রেসিডেন্ট জেলেনস্কির অভিযোগ, ''হঠাৎ করে এই সিদ্ধান্ত নেয়া হয়নি। ইচ্ছাকৃতভাবেই বড়দিনে এই আক্রমণ করা হয়েছে। এর থেকে অমানবিক আর কী হতে পারে?"

ইউক্রেন যা বলেছে

জেলেনস্কি জানিয়েছেন, ''৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তার মধ্যে কিছু ব্যালেস্টিক মিসাইলও চিল। এর সঙ্গে ছিল একশরও বেশি ড্রোন।''

ইউক্রেনের বিদ্যুৎমন্ত্রী বলেছেন, ''রাশিয়া আবার বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের আক্রমণ করেছে।  এর প্রভাব যাতে বেশি না হয়, তার জন্য ট্রান্সমিশন সিস্টেম অপারেটররা কাজ করছেন।''

ইউক্রেনের সেনা দেশজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে।

জেলেনস্কি পরে বলেন, ''সেনা ৫০টি ক্ষেপণাস্ত্র নিস্ক্রিয় করতে পেরেছে। বেশ কিছু ড্রোন তারা ধ্বংস করেছে। তবে দুর্ভাগ্যবশত কিছু মিসাইল লক্ষ্যে আঘাত করেছে। ফলে বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে তার প্রভাব পড়েছে। ইঞ্জিনিয়ররা কাজ করছেন। যত তাড়াতাড়ি সম্ভব সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে।'' 

খেরসনের গভর্নর জানিয়েছেন, ''ক্ষেপণাস্ত্র হামলায় একজন মারা গেছেন। তিনজন আহত হয়েছেন।''

খারকিভ, নিপ্রোকে টার্গেট করা হয়েছে

রাশিয়া উত্তরপশ্চিম ইউক্রেনের খারকিভকে টার্গেট করেছিল বলে সেখানকার গভর্নর জানিয়েছেন। ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন মারা গেছেন।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ব্যালেস্টিক মিসাইল ব্যবহার করেছিল।

মধ্য ইউক্রেনের নিপ্রোর গভর্নর সেরিয়া লাইসাক জানিয়েছেন, রাশিয়া ওই অঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করতে চেয়েছে।

তিনি বাসিন্দাদের জানিয়েছেন, তারা যেন এখন নিরাপদ জায়গায় থাকেন। যতক্ষণ অ্যালার্ট আছে, ততক্ষণ বাইরে না আসেন। নিজেদের যত্ন নেন।

গভর্নর জানিয়েছেন, ''রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় একজন মারা গেছেন। ১৭জন আহত হয়েছেন।''

বাইডেনের নিন্দা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার হামলার নিন্দা করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে যাবে।

বাইডেনের মতে, ''এই আক্রমণের উদ্দেশ্য হলো, ইউক্রেনের মানুষ যাতে বিদ্যুৎ না পান, এই প্রবল শীতে তারা যাতে ভয়ংকর অসুবিধায় পড়েন, তা নিশ্চিত করা।''

তিনি বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে তিনি নির্দেশ দিয়েছেন, তারা যেন ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে যায়।

আগামী ২০ জানুয়ারি ট্রাম্প অ্যামেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2