• NEWS PORTAL

  • সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

ইসলাম অবমাননা: বৌদ্ধ ভিক্ষুকে ৯ মাসের কারাদণ্ড!

প্রকাশিত: ১৯:১৪, ১০ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
ইসলাম অবমাননা: বৌদ্ধ ভিক্ষুকে ৯ মাসের কারাদণ্ড!

ছবি: বৌদ্ধ ভিক্ষু গালাগোদাত্তে নানাসার

ইসলাম অবমাননার দায়ে শ্রীলঙ্কায় এক বৌদ্ধ ভিক্ষুকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। গণ-অভ্যূত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী গোতাবায়া রাজাপাকসের ঘনিষ্ঠ ছিলেন তিনি। ২০১৬ সালের ধর্ম অবমাননার মামলায় বৌদ্ধ ভিক্ষু গালাগোদাত্তে নানাসারের বিরুদ্ধে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এই রায় দিয়েছে কলম্বোর ম্যাজিস্ট্রেট কোর্ট।

জরিমানা হিসেবে  দেড় হাজার শ্রীলঙ্কান রুপিও দিতে হবে তাকে। এই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন গালাগোদাত্তে। গত বছরের ডিসেম্বরে তাকে এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়। বৌদ্ধ ভিক্ষুদের সাজা দেয়ার ঘটনা শ্রীলঙ্কায় প্রচলিত নয়।

মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক উসকানির জন্য সমালোচিত গালাগোদাত্তে এনিয়ে দ্বিতীয়বার কারাদণ্ডের মুখে পড়লেন। ধর্মীয় উসকানির মামলায় ছয় বছরের সাজাপ্রাপ্ত এই বৌদ্ধ ভিক্ষুকে ২০১৯ সালে তৎকালিন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে নির্বাহী আদেশে মুক্তি দিয়েছিলেন। সূত্র: সৌদি গেজেট

বিভি/এমআর

মন্তব্য করুন: