• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভেনেজুয়েলার ছয় লাখ অভিবাসীকে ডিপোর্টের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

প্রকাশিত: ১০:০৯, ৩০ জানুয়ারি ২০২৫

আপডেট: ১০:০৯, ৩০ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
ভেনেজুয়েলার ছয় লাখ অভিবাসীকে ডিপোর্টের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

ছবি: ডয়চে ভেলে

ভেনেজুয়েলার ছয় লাখ অভিবাসীকে ডিপোর্ট করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন তাদের ২০২৬-এর অক্টোবর পর্যন্ত থাকতে দিয়েছিল, ট্রাম্প প্রশাসন সেই সিদ্ধান্ত প্রত্যাহার করলো।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, ভেনেজুয়েলার অভিবাসীদের যে সাময়িক প্রোটেকটেড স্ট্যাটাস দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জো বাইডেন প্রেসিডেন্ট থাকার সময় তাদের এই সুবিধা দিয়েছিলেন। তার ফলে ভেনেজুয়েলার ছয় লাখ মানুষ ডিপোর্টেশনের হাত থেকে সাময়িক অব্যাহতি পেয়েছিলেন।
 
ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা

নোয়েম ফক্স নিউজকে জানিয়েছেন, তিনি বাইডেন প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছেন। এই সাময়িক প্রোটেকশন স্ট্যাটাসের কারণেই ভেনেজুয়েলার অভিবাসীরা ওয়ার্ক পারমিট পেতেন। 

২০১৭ থেকে ২০২১ সালে ট্রাম্প যখন প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন, তখন এই সাময়িক প্রোটেকশন স্ট্যাটাসের তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সেসময় ফেডারেল কোর্ট তার প্রচেষ্টা বানচাল করে দেয়।

বুধবার (২৯ জানুয়ারি) নোয়েম জানিয়েছেন, ভেনেজুয়েলার অভিবাসীদের ফেরত পাঠানো নিয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনা করছেন। কীভাবে তাদের ফেরত পাঠানো যায়, সেটা দেখা হচ্ছে। অন্য দেশের অভিবাসীদের ফেরত পাঠানো নিয়েও কথা হচ্ছে।

তিনি জানিয়েছেন, কিউবার গুয়ান্তেনামো বে-তে যে মার্কিন নৌঘাঁটি আছে,  সেখানে বেআইনি অনুপ্রবেশকারীদের পাঠানোর কথা ভাবা হচ্ছে। সেখানে আগে কিউবা ও হাইতির অভিবাসীদের রাখা হয়েছে। এটা সেখানকার জেলের থেকে আলাদা জায়গায়।

সাময়িক প্রোটেকশন স্ট্যাটাস প্রোগ্রাম কী?

সাময়িক স্ট্যাটাস প্রোগ্রাম (টিপিএস) হলো কোনো দেশের মানুষ যদি প্রাকৃতিক বিপর্যয় বা সশস্ত্র অভ্যুত্থানের কারণে বিপর্যয়ের মুখে পড়েন, তাহলে তারা যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। সেখানে এখন ১৭টি দেশের ১০ লাখ মানুষ এই ভাবে আছেন। 

ভেনেজুয়েলার ক্ষেত্রে বাইডেন প্রশাসন জানিয়েছিল, সে দেশের মানুষকে মানবিক জরুরি অবস্থার কারণে আশ্রয় দেয়া হচ্ছে। সেখানকার শাসকদের অমানবিক শাসনের কারণ দেখিয়ে তাদের টিপিএস-এর অন্তর্ভুক্ত করা হয়েছিল।

২০২৪ সালে প্রচারের সময় ডনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি সীমান্তে সুরক্ষা বাড়াবেন। বেআইনি অবিবাসীদের ফেরত পাঠাবেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2