• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

৫ লাখ অভিবাসীর বৈধতা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ২৩:০২, ২২ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
৫ লাখ অভিবাসীর বৈধতা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

ছবি: আল জাজিরা

কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার ৫ লাখের বেশি অভিবাসীর বৈধতা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। আগামী ২৪ এপ্রিল এসব দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে থাকার অনুমতির মেয়াদ শেষ হবে। এর আগেই তাদের দেশ ছাড়তে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে সিএইচএনভি নামক একটি প্রোগ্রামের অধীনে ৫ লাখ ত্রিশ হাজার অভিবাসীকে যুক্তরাষ্ট্রে আনা হয়। এই ৫টি দেশের জন্য বৈধ অভিবাসনের পথ উন্মুক্ত করার জন্য এই উদ্যোগ নেয় সাবেক যুক্তরাষ্ট্র প্রশাসন। এই প্রোগ্রামের আওতায় অভিবাসনপ্রত্যাশী ও তাদের পরিবারের সদস্যেরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পায়।

এরপর প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অব্যধভাবে সীমান্ত পারাপার ঠেকাতে প্রোগ্রামটি বন্ধ করে দেয়া হয়। এছাড়াও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকিরীন সময়ে ইউক্রেন থেকে পালিযে আসা ২ লাখ চল্লিশ হাজার নাগরিকদের বৈধতা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2