মার্কিন হামলায় হুথির নিহত সদস্যের সংখ্যা ৬৫০ ছাড়িয়ে গেছে

ছবি: সংগৃহীত
গত এক মাসে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ৫০০ হুথি সদস্য নিহত হয়েছেন, এমন দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। যদিও, শেখ জামাল আল-মামারি নামে এক ইয়েমেনি নাগরিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেছেন, মার্কিন হামলায় হুথির নিহত সদস্যের সংখ্যা ৬৫০ ছাড়িয়ে গেছে। সোমবার (২১ এপ্রিল) এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে আল-আরাবিয়া সংবাদমাধ্যম।
প্রতিবেদন অনুযায়ী, গত ৫ সপ্তাহ ধরে প্রতিদিনই ইয়েমেনে মার্কিন বিমান ও নৌ হামলা চালানো হচ্ছে। নতুন নতুন এলাকাগুলোর দিকে এই অভিযান ছড়িয়ে পড়ার কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এসব হামলায় অনেক শীর্ষ পর্যায়ের নেতা, ড্রোন অপারেটর ও ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞও নিহত হয়েছেন। তবে, এসব হামলায় অনেক বেসামরিক ইয়েমেনি নিহত হলেও তাদের সংখ্যা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
এদিকে, একাধিক হুথি প্রশিক্ষণ শিবিরও হামলায় ধ্বংস হয়েছে। আল-আরাবিয়ার খবরে বলা হয়, মার্কিন হামলা সোমবার (২১ এপ্রিল) রাত পর্যন্ত চলে। এই অভিযান ভবিষ্যতেও চলতে পারে। কিছু মার্কিন মিডিয়া জানিয়েছে, রাজধানী সানা ও বন্দর শহরগুলো থেকে হুথিদের তাড়াতে স্থল অভিযানও শুরু হতে পারে। অন্যদিকে, হুথির পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রও ক্ষতির মুখে পড়ছে।
বিভি/আইজে
মন্তব্য করুন: