সৌদি আরবে বৃষ্টি ও বন্যার আশঙ্কায় সতর্কতা জারি

ছবি: সংগৃহীত
সৌদি আরবের মক্কা, রিয়াদসহ একাধিক অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও সম্ভাব্য বন্যার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার (২ মে) আরব নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, মক্কা অঞ্চলে তীব্র বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই ধরনের আবহাওয়া পরিস্থিতি থাকবে রাজধানী রিয়াদেও।
এছাড়া, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নাজরান অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে বলেও জানানো হয়। এদিকে, মদীনার পশ্চিমাঞ্চল, আল-বাহা, আসির, জাজান, মধ্য কাসিম, হাইল, উত্তর সীমান্ত ও পূর্বাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে সৌদি আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলা, নিরাপদ স্থানে অবস্থান নেওয়া ও গণমাধ্যমে প্রচারিত সরকারি নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, আবহাওয়ার এই বিরূপ পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে জরুরি পরিষেবা সংস্থাগুলো।
বিভি/আইজে
মন্তব্য করুন: