• NEWS PORTAL

  • শনিবার, ০৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাড়ছে সীমান্ত উত্তেজনা, হামলার আশঙ্কায় পাকিস্তান কাশ্মীরে সব মাদরাসা বন্ধ 

প্রকাশিত: ১৪:৫৮, ২ মে ২০২৫

আপডেট: ১৪:৫৮, ২ মে ২০২৫

ফন্ট সাইজ
বাড়ছে সীমান্ত উত্তেজনা, হামলার আশঙ্কায় পাকিস্তান কাশ্মীরে সব মাদরাসা বন্ধ 

কাশ্মীরের পেহেলগামে হামলাকে ঘিরে ভারত-পাকিস্তান সীমান্তে ও দুই দেশের সম্পর্কে উত্তেজনা তুঙ্গে। এমন পরিস্থিতিতে যেকোনো সময় দু'দেশের সামরিক সংঘাতে জড়ানোর আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে হামলার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করায় ভারত সামরিক হামলা চালাতে পারে বলে মনে করছে পাকিস্তান। এমন আশঙ্কায় ১০ দিনের জন্য বন্ধ করা হয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সব মাদরাসা। 

বৃহস্পতিবার (২ মে) এক সরকারি আদেশের বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। এ ছাড়া পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বিষয়টি নিশ্চিত করেছেন।

রয়টার্সকে কর্মকর্তারা বলেছেন, গরম ও তাপপ্রবাহের জন্য মাদরাসাগুলোতে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে হামলার আশঙ্কা থেকেই প্রতিষ্ঠানগুলো বন্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান কাশ্মীরের ধর্মবিষয়ক দফতরের পরিচালক হাফিজ নাজির আহমেদ।

তিনি জানান, উত্তেজনার আবহে পাকিস্তানের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে যে কোনো সময় হামলা চালাতে পারে ভারতের সামরিক বাহিনী। নাজির আহমেদ বলেন, ‘এই মুহূর্তে আমরা দুই ধরনের তাপ্রবাহের মুখোমুখী— একটির উৎস আবহাওয়া এবং অপরটির উৎস (ভারতের প্রধানমন্ত্রী) নরেন্দ্র মোদি। গতকাল (বৃহস্পতিবার) আমরা আজাদ কাশ্মীর ও গিলগিট-বাল্টিস্তান প্রশাসনের সব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি এবং সে বৈঠকে সর্বসম্মত ভাবে এই ছুটির সিদ্ধান্ত হয়েছে।’

রয়টার্সকে তিনি আরও বলেন, ‘নিরাপত্তা কর্মকর্তারা আশঙ্কা করছেন, ভারতীয় বাহিনী মাদরাসাগুলোকে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে হামলার লক্ষ্যবস্তু বানাতে পারে। আমরা আমাদের মাদরাসার নিরপরাধ শিশুদের জীবন ঝুঁকিতে ফেলতে চাইনা।’

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের দুই অঞ্চল আজাদ কাশ্মীর ও গিলগিট-বাল্টিস্তানে মোট ৪৪৫টি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান বা মাদরাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ২৬ হাজারেরও বেশি। শিক্ষা ব্যয় খুব কম হওয়ায় সাধারণ স্কুলগুলোর পাশাপাশি মাদরাসাশিক্ষাও জনপ্রিয় অঞ্চলটিতে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2