• NEWS PORTAL

  • শনিবার, ০৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঘুমিয়ে পড়েছিলেন চালক, ঘটলো ভয়াবহ বাস দুর্ঘটনা: হতাহত ৪০

প্রকাশিত: ১৮:২৭, ২ মে ২০২৫

ফন্ট সাইজ
ঘুমিয়ে পড়েছিলেন চালক, ঘটলো ভয়াবহ বাস দুর্ঘটনা: হতাহত ৪০

প্রতীকী ছবি

ফিলিপাইনের উত্তরাঞ্চলে একটি ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, গাড়ি চালানোর সময় বাসচালক ঘুমিয়ে পড়েছিলেন। টোল গেটে বাসের ধাক্কায় ১০ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশুও রয়েছে। 

বৃহস্পতিবার (১ মে) শ্রম দিবসে পরিবারগুলো ভ্রমণরত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ সুবিক-ক্লার্ক-তার্লাক এক্সপ্রেসওয়ে দিয়ে ম্যানিলা ও পার্শ্ববর্তী প্রদেশগুলোর মধ্যে শ্রমিকরা নিয়মিত চলাচল করেন। দুর্ঘটনায় জড়িত বাসটি পরিচালনাকারী কোম্পানি সলিড নর্থ বাসের অপারেশন স্থগিত করেছে ফিলিপাইনের পরিবহন মন্ত্রণালয়। 

পুলিশ জানিয়েছে, বাসচালককে অবহেলাজনিত অসতর্কতার কারণে একাধিক হত্যার অভিযোগে অভিযুক্ত করা হতে পারে। বাস কন্ডাক্টরকেও আটক করা হয়েছে। ফিলিপাইন রেড ক্রস জানিয়েছে, এ দুর্ঘটনায় তিনটি এসইউভি ও একটি কন্টেইনার ট্রাকও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় দেশটির পরিবহন সচিব ভিন্স ডিজন শুক্রবার (২ মে) ৩০টি বাস কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তিনি স্থানীয় সম্প্রচারমাধ্যম জিএমএ নেটওয়ার্ককে বলেন, চালক যদি ঘুমিয়ে থাকেন, তাহলে আমাদের দেখতে হবে তিনি কতক্ষণ কাজ করছিলেন। হতে পারে বাস কোম্পানি তাকে দীর্ঘ সময় কাজ করতে বাধ্য করেছিল। আমাদের সবদিক বিবেচনা করতে হবে, শুধু অস্থায়ী সমাধান নয়। সূত্র: বিবিসি

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2