• NEWS PORTAL

  • বুধবার, ১৪ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’ দিলেন নরেন্দ্র মোদি নিজেই

প্রকাশিত: ১৩:২৫, ৭ মে ২০২৫

আপডেট: ১৬:০৫, ৭ মে ২০২৫

ফন্ট সাইজ
অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’ দিলেন নরেন্দ্র মোদি নিজেই

ছবি: সংগৃহীত

পাকিস্তানে ভারতের সামরিক অভিযানের নাম রাখা হয়েছে ‘অপারেশন সিঁদুর’। এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই নাম দিয়েছেন, কারণ এই নামের পেছনে রয়েছে এক গভীর প্রতীকী বার্তা। 

‘সিঁদুর’ হিন্দু বিবাহিত নারীরা সিঁথিতে পরেন স্বামীর দীর্ঘায়ু কামনায় ও বিবাহিত জীবনের প্রতীক হিসেবে। পেহেলগামে হওয়া হামলার কারণে বহু পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়ে—অনেক নারী হারান তার স্বামীকে।

পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করে ভারত ৭ মে ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযান চালায়। ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’ নিয়ে একটি পোস্ট শেয়ার করেছে, যেখানে ইংরেজি অক্ষরের ভেতর সিঁদুরের থালা দেখানো হয়েছে ও কিছু সিঁদুর পড়ে যাচ্ছে। এর দ্বারা সেই সব নারীর কষ্ট বোঝানো হয়েছে, যাদের জীবন এই হামলার কারণে বদলে গেছে।
 

বিভি/আইজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2