পাঞ্জাবে বিষাক্ত মদ পানে ১৪ জনের মৃত্যু!

ছবি: বিষাক্ত মদপানে অসুস্থ
ভারতের পাঞ্জাবে বিষাক্ত মদ পান করে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) পাঞ্জাবের অমৃতসরের এই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ভেজাল মদ পানে অসুস্থ হয়ে পড়া আরও ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে অমৃতসরের ভাংগালি, পাতালপুরি, মারারি কালাঁ, থেরেওয়াল এবং তালওয়ান্দি ঘুমান—এই পাঁচটি গ্রামে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার পাঁচজনের মধ্যে প্রধান অভিযুক্ত প্রভজিত সিং এবং বাকি চারজন হলেন কুলবীর সিং, সাহিব সিং, গুরজন্ত সিং ও নিন্দর কৌর। এই ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে। সূত্র: এনডিটিভি
বিভি/এমআর
মন্তব্য করুন: