• NEWS PORTAL

  • বুধবার, ১৪ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দুই ঘণ্টা গোলাগুলি, নিহত ৩

প্রকাশিত: ১৯:০৫, ১৩ মে ২০২৫

আপডেট: ১৯:০৫, ১৩ মে ২০২৫

ফন্ট সাইজ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দুই ঘণ্টা গোলাগুলি, নিহত ৩

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে শোপিয়ানে বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তুমুল লড়াই হয়েছে। এ সময় ৩ বন্দুকধারী নিহত হয়েছেন। ওই এলাকায় আরও একজন বন্দুকধারী লুকিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বন্দুকধারীদের সঙ্গে কুলগাম ও বনাঞ্চলীয় এলাকা শোপিয়ানে এই হামলার ঘটনা ঘটে। সেনাবাহিনী ও প্যারামিলিটারির সঙ্গে বন্দুকধারীদের প্রায় দুই ঘণ্টা ধরে গোলাগুলি চলে। গোয়ন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। 

মঙ্গলবার (১৩ মে) ভারতীয় সেনাবাহিনী এক্স পোস্টে জানিয়েছে, রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী শোপিয়ানের শোয়েকাল কিলারে বন্দুকধারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় বন্দুকধারীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ব্যাপক গুলি চালায়। পরে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালালে তিন বন্দুকধারী নিহত হয়। অপারেশন এখনও চলমান রয়েছে।

পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করে দেশটিতে ‘অপারেশন সিঁদুর’ চালানোর পরই কাশ্মীরে আবারও বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটল। 

এদিকে গতকাল জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অপারেশন সিঁদুরের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, এই অপারেশনের ফলে সন্ত্রাসীদের বিরুদ্ধে নতুন এক অধ্যায় তৈরি হয়েছে। 
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2