ভূমধ্যসাগরে ৬.০ মাত্রার ভূমিকম্প

ছবি: সংগৃহীত
ভূমধ্যসাগরে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.০। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) এই তথ্য নিশ্চিত করেছে।
এএফএডি জানায়, ভূমিকম্পটি বুধবার ভোরে তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুগলা প্রদেশের দাতচা জেলার উপকূল থেকে প্রায় ১৫৫ কিলোমিটার বা ৯৬ মাইল দূরে আঘাত হানে। ভূগর্ভের ২০.৪১ কিলোমিটার বা ১২.৬ মাইল গভীরে এর উৎপত্তি।
মুগলার গভর্নর ইদ্রিস আকবিয়িক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুরাত কুরুম বলেন, প্রাথমিক পর্যায়ে পাওয়া তথ্যে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির ইঙ্গিত নেই। তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঠে কাজ চালিয়ে যাচ্ছে।
বিভি/আইজে
মন্তব্য করুন: