• NEWS PORTAL

  • বুধবার, ১৪ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গাজা ইস্যুতে আরব নেতাদের প্রশংসা, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক চান ট্রাম্প

প্রকাশিত: ১৪:৪৬, ১৪ মে ২০২৫

আপডেট: ১৪:৪৭, ১৪ মে ২০২৫

ফন্ট সাইজ
গাজা ইস্যুতে আরব নেতাদের প্রশংসা, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক চান ট্রাম্প

ছবি: সংগৃহীত

সৌদি আরবে সফরকালে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া ও আবরাহাম অ্যাকর্ডস প্রসঙ্গে একাধিক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তার প্রথম মেয়াদের শেষদিকে মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা তৈরি হয়েছিল, তিনি সেই অগ্রগতি অব্যাহত রাখতে চান।

ট্রাম্প আরও জানান, তিনি চান আরও বেশি দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করুক। আবরাহাম অ্যাকর্ডস-এর মাধ্যমে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের মতো অন্যান্য দেশগুলোকে যুক্ত করার প্রচেষ্টা তিনি অব্যাহত রাখবেন বলে উল্লেখ করেন। এই চুক্তিতে স্বাক্ষরের জন্য তিনি বাহরাইন ও আমিরাতকে ধন্যবাদ জানান ও গাজার শান্তি প্রতিষ্ঠায় আরব নেতাদের ভূমিকার প্রশংসা করেন।

গাজায় চলমান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি ফিলিস্তিনিদের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎদেখতে চান। তবে তিনি মনে করেন এটি সম্ভব নয় যতক্ষণ না গাজার নেতৃত্ব সহিংসতা বন্ধ করে। সংঘাত নিরসনে যেসব নেতা গঠনমূলক ভূমিকা রেখেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ট্রাম্প। তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান তাদের, যারা ইসরাইলি-আমেরিকান জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্ত করতে সহায়তা করেছেন।

এছাড়াও, ইরান প্রসঙ্গে তিনি বলেন, তিনি দেশটির সঙ্গে একটি নতুন চুক্তি করতে চান, তবে তা তখনই সম্ভব যখন ইরান সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা বন্ধ করবে ও পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকবে।

রিয়াদে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, অনেকে অঞ্চলটিকে ঈর্ষা করে দেখছে, কারণ অঞ্চলটিতে অবিশ্বাস্য সব ধরনের চুক্তি করা সম্ভব। তিনি বাইডেন প্রশাসনের কঠোর সমালোচনা করে বলেন, তাদের অদক্ষতা এই অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ট্রাম্প তার বক্তব্যে বলেন, ‘এই টেবিলে বসে থাকা সবাই জানেন, আমি কার পক্ষে’। 

বিভি/আইজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2