• NEWS PORTAL

  • বুধবার, ১৮ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ক্যান্সারে আক্রান্ত জো বাইডেন

প্রকাশিত: ০৮:৪৯, ১৯ মে ২০২৫

ফন্ট সাইজ
ক্যান্সারে আক্রান্ত জো বাইডেন

ছবি: জো বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার শরীরে প্রোস্টেট ক্যানসারের একটি আক্রমণাত্মক রূপ ধরা পড়েছে।

রবিবার (১৮ মে) বাইডেনের ব্যক্তিগত কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, গেলো সপ্তাহে  ৮২ বছর বয়সী বাইডেন প্রস্রাবজনিত উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। এরপর শুক্রবার তার প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়। তার গ্লিসন স্কোর ১০ এর মধ্যে ৯, যা উচ্চ-গ্রেড হিসেবে বিবেচিত হয়। এটা খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। বাইডেন ও তার পরিবার চিকিৎসা পদ্ধতি নিয়ে ভাবছেন।

প্রেসিডেন্টের কার্যালয় বলছে, ক্যান্সারটি হরমোন সংবেদনশীল হওয়ায় নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ক্যানসার শনাক্তের পর নিজদল  ডেমোক্রেটিক পার্টি ও ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির পক্ষ থেকে সমর্থন ও সহানুভূতি পাচ্ছেন বাইডেন।  ট্রুথ সোশ্যাল পোস্টে সাবেক প্রেসিডেন্ট বাইডেনের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেছেন বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প।

বিভি/এআই

মন্তব্য করুন: