• NEWS PORTAL

  • বুধবার, ২১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আকাশপথের পর এবার সমুদ্রপথে ইসরাইলকে অবরোধের ঘোষণা ইয়েমেনিদের

প্রকাশিত: ১৯:২১, ২০ মে ২০২৫

ফন্ট সাইজ
আকাশপথের পর এবার সমুদ্রপথে ইসরাইলকে অবরোধের ঘোষণা ইয়েমেনিদের

ইসরাইলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে নামতে যাচ্ছে ইয়মেনের হুথি বাহিনী? কেননা শুরুতে আকাশপথে অবরোধের ঘোষণা দিলেও এবারে সমুদ্রপথে ইসরাইলকে অবরোধের ঘোষণা দিয়েছে তারা। এরই ধারাবাহিকতায় আগামীতে কি স্থলপথ নিয়েও একই ঘোষণা আসতে যাচ্ছে? এ নিয়ে চলছে নানান জল্পনা।  



ইসরাইলের আকাশপথ অবরোধের ঘোষণা দেয়ার কয়েক দিনের মাথায় এবারে দেশটির আন্তর্জাতিক সমুদ্র বন্দর- ‘হাইফা’কে অবরোধের আওতায় আনার কথা জানিয়েছে ইয়েমেনি যোদ্ধারা। ১০ মে এক ভিডিও বার্তায় এ গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি, এখন থেকে সমুদ্রপথে চলাচলকারী কোনো জাহাজকে হাইফা বন্দরে না ভেড়ার জন্য আগাম সতর্কতা জানান। কেননা এটিকে হামলার লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে যে কোনো সময় এখানে হামলা চালানো হবে। 

তারও আগে ইসরাইলের আকাশপথ অবরোধের ঘোষণা দেয় ইয়েমেনিরা। তারপর তেল আবিবের আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে একের পর এক মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে তারা। এতে ওই এয়ারপোর্টে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। হামলায় এয়ারপোর্টের ক্ষয়ক্ষতিরও খবর মিলেছে। আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে ওই এয়ারপোর্টসহ ইসরাইলের আকাশপথ এড়িয়ে চলতে বলা হয়েছে। 

১৯ মের ভিডিও বার্তায় বেন গুরিয়নে নতুন করে মিসাইল হামলার কথা জানিয়েছেন সারি। জানান, শেষ ৩ দিনে তিন দফা ওই এয়ারপোর্টে সফলভাবে মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে। হাইফারও একই পরিণতি হবে বলে হুঁশিয়ারি জানান তিনি। 

এর আগে ইসরাইলের আইলাত বন্দরকেও অবরোধের আওতায় আনে ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠী। সেখানেও নানা সময় মিসাইল হামলা চালানো হয়। এতে ওই বন্দরের কার্যকলাপে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। গাজায় যতোদিন অবরোধ চলবে, ততোদিন ইসরাইলে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনিরা। 

এদিকে ইয়েমেনিদের এসব হামলার প্রতিক্রিয়ায় ব্যাপক হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলা চলমান থাকলে হামাস নেতাদের মতো হুথি নেতাদেরও হত্যা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

বিশ্লেষকরা বলছেন, ইরানের মদদপুষ্ট ইয়েমেনি যোদ্ধাদের সামরিক সক্ষমতা যে দিন দিন বাড়ছে, ইসরাইলে হামলা বৃদ্ধি তার আভাস। এটি তেল আবিবের জন্য ব্যাপক উদ্বেগের। কেননা একের পর এক স্থাপনা ইয়েমেনিদের হামলার তালিকায় উঠতে থাকা মানে ইসরাইল কোণঠাসা হয়ে পড়ছে।

বিভি/এইচজে

মন্তব্য করুন: