• NEWS PORTAL

  • বুধবার, ২১ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ৬ জুন!

প্রকাশিত: ১৬:৩৭, ২১ মে ২০২৫

ফন্ট সাইজ
মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ৬ জুন!

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ইসলামের অন্যতম পবিত্র উৎসব ঈদুল আজহা আসছে জুন মাসের ৬ তারিখে (শুক্রবার) পালিত হতে পারে। এমনটাই জানানো হয়েছে আল ওজাইরি সায়েন্টিফিক সেন্টারের জ্যোতির্বিদ্যা সংক্রান্ত এক বিবৃতিতে।

আজ বুধবার (২১ মে) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

গবেষণা কেন্দ্রটির বিবৃতি অনুসারে, চলতি মাসের ২৮ মে সূর্যাস্তের পর ৪৩ মিনিটের জন্য কুয়েতের দিগন্তে চাঁদ দেখা যাবে বলে আশা করা যাচ্ছে। যা নতুন মাসের সূচনা নির্দেশ করবে। সেই হিসেবে মক্কায় হজের মূল দিন অর্থাৎ আরাফার দিন বৃহস্পতিবার (৫ জুন) পড়বে। ফলে এর পরদিন শুক্রবার (৬ জুন) ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

এর আলোকে, কুয়েতের মন্ত্রিসভা ইতোমধ্যেই ৫-৯ জুন সমস্ত সরকারি সংস্থা এবং প্রতিষ্ঠানের কাজ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। সেই হিসেবে কুয়েতে ঈদের সরকারি ছুটি থাকছে ৫ দিন। পরদিন ১০ জুন (মঙ্গলবার) স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে বলেও জানানো হয়। সেইসাথে, যেসব প্রতিষ্ঠানের কার্যক্রম একটু ভিন্ন ধারার, তারা স্বাধীনভাবে তাদের ছুটির সময়সূচি নির্ধারণ করতে পারবে বলেও জানায় দেশটির সরকার।

মুসলমানদের সবচেয়ে বড় দুটি উৎসবের মধ্যে একটি ঈদুল আজহা। এটি ‘ত্যাগের উৎসব’ হিসেবেও পরিচিত। এদিন মহান আল্লাহর নির্দেশে নবী হজরত ইব্রাহিম (আ.) তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.)-কে উৎসর্গ করতে উদ্যত হন। যদিও মহান আল্লাহর ইচ্ছায় বেঁচে যান তাঁর পুত্র। আর এ ঘটনাকে স্মরণ করেই ঈদুল আজহায় পশু কোরবানি করে থাকে মুসলমান ধর্মাবলম্বীরা।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2