• NEWS PORTAL

  • বুধবার, ২১ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিলিয়ন ডলার খরচে ‘গোল্ডেন ডোম’ নির্মাণের ঘোষণা ট্রাম্পের (ভিডিও)

প্রকাশিত: ১৪:০৮, ২১ মে ২০২৫

ফন্ট সাইজ

ক্ষমতায় বসার পর পর গোল্ডেন ডোম নামের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল তৈরির জন্য নির্বাহী আদেশ জারি করের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ১৭৫ বিলিয়ন ডলারের একটি নকশা নির্বাচন করলেন তিনি। সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশিত এক বিশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের বাজেটে ‘গোল্ডেন ডোম’-এর জন্য ২৫ বিলিয়ন ডলার বরাদ্দ চাওয়া হয়েছে। তবে কংগ্রেসের বাজেট অফিস বলছে, প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়ন করতে ২০ বছরে  খরচ হতে পারে ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি। গোল্ডেন ডোমের আওতায় পৃথিবীর কক্ষপথে ৪০০ থেকে ১ হাজারের বেশি স্যাটেলাইট স্থাপন করার পরিকল্পনা রয়েছে। এই স্যাটেলাইটগুলোতে থাকবে উন্নত সেন্সর যা পৃথিবীর যেকোনো প্রান্ত বা মহাকাশ থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রের গতিপথ দ্রুত শনাক্ত করতে পারবে। 

শনাক্ত করা ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করার জন্য কিছু স্যাটেলাইটে থাকবে ইন্টারসেপ্টর নামের বিশেষ লেজার। এগুলো সরাসরি আক্রমণকারী ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশেই ধ্বংস করবে, যাতে তা লক্ষ্যবস্তুতে পৌঁছাতে না পারে। এই স্যাটেলাইট নেটওয়ার্ক থেকে প্রাপ্ত তথ্য দ্রুত গ্রাউন্ড কন্ট্রোল সেন্টারে পাঠানো হবে, ফলে প্রতিরক্ষা বাহিনী দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে।

২০ মে ওভাল অফিসের এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, গোল্ডেন ডোম মহাকাশ-ভিত্তিক সিস্টেম, যা চীন ও রাশিয়ার ক্ষেপণাস্ত্র হুমকি ঠেকাতে তৈরি করা হচ্ছে। এই কর্মসূচিকে সামরিক পরিকল্পনার মেরুদণ্ড বলে অভিহিত করেন তিনি। 

মার্কিন স্পেস ফোর্সের জেনারেল মাইকেল গুইটলাইনকে এই প্রকল্পের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচন করেছেন ট্রাম্প। এই প্রকল্প একা সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। এজন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাহায্য দরকার হবে। ইতোমধ্যে এলন মাস্কের কোম্পানি SpaceX ছাড়াও Anduril ও Palantir নামে আরও দুটি প্রযুক্তি কোম্পানি চুক্তির জন্য লবিং শুরু করেছে।

ট্রাম্প বারবার দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রের উচিৎ ইসরাইলের ‘আয়রন ডোম’-এর মতো একটি প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা। তবে বিশেষজ্ঞরা বলছেন, দুটি প্রকল্প একেবারে ভিন্ন। আয়রন ডোম ছোট এলাকা সুরক্ষায় ব্যবহৃত হয়, আর ট্রাম্পের গোল্ডেন ডোম মহাকাশ থেকে পুরো যুক্তরাষ্ট্রকে রক্ষা করবে- যা প্রযুক্তি ও ব্যয়ের দিক থেকে অনেক বড় চ্যালেঞ্জ।

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2