অবশেষে ট্রাম্পের আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’ পাস

ফাইল ছবি
অবশেষে কংগ্রেসের দুই কক্ষে স্বল্প ব্যবধানে জয় নিশ্চিত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহু আকাঙ্ক্ষিত ‘বিগ বিউটিফুল বিল’। এই বিলে কর অব্যাহতি, ব্যয় সংকোচন, অভিবাসী দমনে রাষ্ট্রীয় তহবিলের বাস্তবায়নের মতো বিতর্কিত পদক্ষেপে আর বাধা রইলো না।
বিগ বিউটিফুল বিলটি স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) প্রতিনিধি পরিষদে তোলা হলে ব্যাপক তর্ক-বিতর্কের পথ বেয়ে চার ভোটের ব্যবধানে উতরে যায়। এর পক্ষে ২১৮ আর বিপক্ষে ২১৪ ভোট পড়ে। বিলটি এতোটাই বিতর্কিত যে নিজের দল রিপাবলিকান পার্টির জনপ্রতিনিধিদের সমর্থন পেতে ঘাম ছুটে যায় ট্রাম্পের।
এর আগে, মঙ্গলবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ভোটাভুটিতে পক্ষে-বিপক্ষে সমান ৫০ ভোট পড়লে টাই ভাঙতে পক্ষে ভোট দেন ভাইস-প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। এতে এক ভোটের ব্যবধানে পাস হয় বিগ বিউটিফুল বিল। কষ্টসাধ্য এই জয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছেন, এতে দেশ এখন রকেট জাহাজে চড়ে বসবে। স্থানীয় সময় শুক্রবার বিকাল পাঁচটায় এই বিলে সই করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে উল্লেখ করে সর্ব দলের কংগ্রেস সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
বিলটি পাস হওয়ায় কম আয়ের মার্কিন নাগরিকদের স্বাস্থ্য ও খাদ্যসহায়তা কর্মসূচির বরাদ্দ থেকে প্রায় ৯৩ হাজার কোটি ডলার কাটাছাট হবে। স্বাস্থ্য বিমার বাইরে চলে যাবেন লাখ লাখ মানুষ। বরাদ্দ কমবে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে। বরাদ্দ বাড়বে সামরিক সক্ষমতা বাড়ানো আর অভিবাসী ধরপাকড়, নিয়ন্ত্রণ ও বিতাড়ন কর্মসূচিতে।
বিভি/এসজি
মন্তব্য করুন: