পুনরায় আকাশসীমা খুলে দিয়েছে ইরান

ফাইল ছবি
পুনরায় আকাশসীমা খুলে দিয়েছে ইরান। ইসরাইলের সঙ্গে ইরানের ১২ দিন যুদ্ধ চলে। বৃহস্পতিবার (৩ জুলাই) দেশটি ঘোষণা দেয়, তেহরানসহ অন্যান্য আকাশসীমা পুনরায় চালু করা হয়েছে।
ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, তেহরানের মেহরাবাদ এবং ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর, সেইসঙ্গে দেশের উত্তর, পূর্ব, পশ্চিম এবং দক্ষিণে অবস্থিত বিমানবন্দরগুলো পুনরায় চালু করা হয়েছে এবং ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ইসফাহান এবং তাবরিজ ব্যতীত দেশের সব বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।
আইআরএনএ অনুসারে, প্রয়োজনীয় অবকাঠামো তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই এই শহরগুলো থেকে ফ্লাইট পুনরায় চালু হবে।
গত ১৩ জুন ইসরাইলি বিমান হামলার পর আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয় ইরান। ইসরাইলি হামলার জবাবে তেল আবিবে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। দীর্ঘ ১২ দিনের হামলা-পালটা হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয় দুই দেশে।
বিভি/এসজি
মন্তব্য করুন: