যুক্তরাষ্ট্রে গ্রেফতার নীরব মোদীর ভাই!

ছবি: নেহাল মোদী
যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয়েছেন ভারতের নীরব মোদীর ভাই নেহাল মোদী। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আর্থিক প্রতারণার মামলায় অন্যতম অভিযুক্ত তিনি। ভারতের দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডির তরফে নেহালকে প্রত্যর্পণের জন্য অনুরোধ জানানো হয়েছিলো। ভারতের অনুরোধেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই জানায়।
৪৬ বছর বয়সী নেহাল বেলজিয়ামের নাগরিক। তার জন্ম বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (পিএনবি) আর্থিক তছরুপের মামলায় নীরবের পাশাপাশি অভিযুক্ত নেহালও। সিবিআই এবং ইডি উভয় তদন্তকারী সংস্থাই তার খোঁজ চালাচ্ছিল। এরই মধ্যে শনিবার দুপুরে (ভারতীয় সময় অনুসারে) জানা যায়, আমেরিকার তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন নেহাল।
শুক্রবারই তাকে গ্রেফতার করেন মার্কিন কর্তৃপক্ষ। শনিবার (৫ জুলাই) তাকে আমেরিকার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেন সে দেশের তদন্তকারীরা। আগামী ১৭ জুলাই আমেরিকার আদালতে পরবর্তী শুনানি রয়েছে। সূত্র: আনন্দবাজার
বিভি/এমআর
মন্তব্য করুন: